ইংল্যান্ড সফরে গিয়ে ভাল খেলেছে বৈভব সূর্যবংশী। এ বার লক্ষ্য অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ঘোষিত হয়েছে সম্প্রতি। সেখানে সুযোগ পেয়েছে বৈভব। অস্ট্রেলিয়াতেও দুই ফরম্যাটের ক্রিকেট খেলবে ভারত।
মোট পাঁচটা ম্যাচ হবে অস্ট্রেলিয়ায়। তিনটে যুব এক দিনের ম্যাচ এবং দুটো বেসরকারি টেস্ট হবে। ইংল্যান্ডে যাঁরা গিয়েছিলেন তাঁদের প্রায় প্রত্যেককেই রেখে দেওয়া হয়েছে।
অধিনায়ক থাকছেন আয়ুষ মাত্রে। ইংল্যান্ডে বেসরকারি টেস্টে সবচেয়ে ভাল খেলেছেন তিনিই। দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান করেছেন। চার ইনিংসে দুটো শতরান এবং একটা অর্ধশতরান-সহ ৩৪০ রান করেছেন। দুটো টেস্ট ম্যাচই ড্র হয়েছে। যুব এক দিনের ম্যাচে ৩-২ ব্যবধানে সিরিজ় জিতেছে ভারত।
বৈভব লাল বলের ক্রিকেটে ভাল খেলতে পারেনি। তবে সাদা বলের ক্রিকেটে নিজের খেলা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল সে। পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেছিল। তার মধ্যে যুব এক দিনের ম্যাচের ইতিহাসে দ্রুততম শতরান রয়েছে। তার সঙ্গে অনেক পূর্বসুরির তুলনা শুরু হয়েছে।
আরও পড়ুন:
এই দলের সহ-অধিনায়ক বিহান মলহোত্র। তিনিও ইংল্যান্ড সফরে ধারাবাহিক ভাবে রান করেছেন। এক দিনের সিরিজ়ে ২৪৩ রান এবং টেস্টে ২৭৭ রান করেছেন।
উল্লেখ্য, সাদা বলের সিরিজ়ের মাঝে এজবাস্টনে ভারতের টেস্ট দেখতে গিয়েছিল বৈভব। তার পরে প্রতিশ্রুতি দিয়েছিল এক দিনের ক্রিকেটে ২০০ রান করার। সেই প্রতিশ্রুতি অবশ্য রাখতে পারেনি। দক্ষিণ আফ্রিকার জোরিখ ভ্যান শালকুইক ছোটদের এক দিনের ম্যাচে প্রথম ২০০ রান করার নজির গড়েছেন।