Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India

বেঙ্কি নামতেই আত্মবিশ্বাস বেড়ে যায়: সূর্য

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার বলেন, ‘‘বেঙ্কটেশ আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলছিল। ওকে দেখেই আমার সাহসও বেড়ে যায়। একে অপরকে বলেছি স্বাভাবিক ব্যাটিং করব। তার ফলই পেলাম। প্রথম ম্যাচ জিতে দল কিছুটা স্বস্তিতে থাকল।’’

জুটি গড়ে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আয়ার।

জুটি গড়ে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আয়ার। ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৯
Share: Save:

৪৮ রানের জুটি গড়ে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আয়ার। ১১৪ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পরে চাপে পড়ে যায় ভারতীয় শিবির। সেই জায়গা থেকে সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে মাঠ ছাড়লেন সূর্য ও বেঙ্কটেশ।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার জানিয়ে দিলেন, বেঙ্কটেশের ব্যাটিং দেখেই তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। দু’জনের মধ্যে কী আলোচনা হয়েছিল জুটি গড়ার সময়? ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার বলেন, ‘‘বেঙ্কটেশ আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলছিল। ওকে দেখেই আমার সাহসও বেড়ে যায়। একে অপরকে বলেছি স্বাভাবিক ব্যাটিং করব। তার ফলই পেলাম। প্রথম ম্যাচ জিতে দল কিছুটা স্বস্তিতে থাকল।’’ অভিষেকের দিনেই ম্যাচের সেরা রবি বিষ্ণোই। চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তরুণ রিস্টস্পিনার। তাঁর বোলিংয়েও মুগ্ধ সূর্য। বলেন, ‘‘ছন্দে থাকাকালীন অভিষেক হয়েছে রবির। খুব ভাল প্রতিভা। স্বাভাবিক ভাবেই বল ভিতরের দিকে আসে। ওকে খেলার কোনও অভিজ্ঞতা নেই বিপক্ষের। তাই সামলাতেও সমস্যা হচ্ছিল।’’

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১৯ বলে ৪০ রান করে গিয়েছেন। ওপেন করতে নেমে তাঁর দুরন্ত শুরুর ফলেই মাঝের সারির ব্যাটারদের রান তুলতে সমস্যা হয়নি বলে মনে করছেন সূর্য। বলে দিলেন, ‘‘শুরু থেকেই রোহিত ভাইয়ের ব্যাটে বল লাগছিল। ওপেনারেরা ভাল ব্যাট করলে মাঝের সারির ব্যাটারদের চাপে পড়তে হয় না। আজ সেটাই হল।’’

এ দিকে ইডেনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে উপস্থিত থাকবেন বোর্ড ও সিএবির ২৪ হাজার সদস্য। বুধবারই বিশেষ অনুমতি পায় সিএবি। শেষ ম্যাচে ইডেনের প্রত্যেকটি আপার টিয়ার খুূলে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE