টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার ঠিক আগে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। সঙ্গে ছিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাও। তাঁরা কোথায় যাচ্ছেন, জানা যায়নি তখন। তৈরি হয় জল্পনা। কয়েক ঘণ্টা পর তাঁদের দেখা মিলল দেশের অন্য এক শহরে।
গত শুক্রবার আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে যাওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের সঙ্গে লখনউ থেকে বেঙ্গালুরু ফিরেছিলেন কোহলি। প্রতিযোগিতা স্থগিত হওয়ায় পরে মুম্বইয়ের বাড়িতে চলে যান। সোমবার সকালে তাঁকে আবার দেখা যায় মুম্বই বিমানন্দরে। হাসি মুখে স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিমান ধরতে আসেন। তখন বোঝা যায়নি তাঁদের গন্তব্য। এর কয়েক ঘণ্টা পর বিরুষ্কার দেখা মিলেছে দিল্লিতে। মুম্বইয়ের বাড়ি থেকে কোহলির দিল্লির বাড়িতে গিয়েছেন বিরুষ্কা। দিল্লিতে তাঁদের দেখা পাওয়ার পর অবসান হয় কয়েক ঘণ্টার জল্পনার।
আরও পড়ুন:
সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে বিরুষ্কাকে দেখতে পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সমাজমাধ্যমে ভেসে ওঠে টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসরের ঘোষণা। ফলে জল্পনা তৈরি হতে দেরি হয়নি। দিল্লিতে তাঁদের দেখতে পাওয়ার পর কমেছে কোহলি ভক্তদের উৎকণ্ঠা। সকালের মতো বিরুষ্কার দুপুরের ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।