Advertisement
০৬ মে ২০২৪
Virat Kohli

Rohit-Kohli: ইডেনে রোহিতকে রিভিউ নিতে জোর দেন কোহলী, ডিআরএস-এ কী দেখা গেল

রিভিউতে দেখা যায় বল ব্যাটেও লাগেনি। চেজ স্টাম্পও হননি। বল তাঁর পায়ে লেগে ঋষভের দস্তানায় গিয়েছে। আম্পায়ার নিজের ওয়াইডের সিদ্ধান্ত বদল করেন। যদি আম্পায়ারের আবেদনের আগে রোহিত রিভিউ নিতেন তা হলে সেটি নষ্ট হত। তা না হওয়ায় রিভিউ বেঁচে যায় ভারতের।  

আলোচনায় রোহিত-কোহলী

আলোচনায় রোহিত-কোহলী ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৬
Share: Save:

রোহিত শর্মা বুঝতে পারছেন না কী করবেন। সবাইকে জিজ্ঞাসা করছেন তিনি। ঠিক তখনই বিরাট কোহলী এসে তাঁকে বললেন ডিআরএস নিতে। কোহলীর কথায় রাজি হয়ে ডিআরএস নিয়েও নেন রোহিত। তার পরে এক নাটক দেখা গেল ইডেনে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অষ্টম ওভারে ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইয়ের বল রস্টন চেজের ব্যাট ও পা ঘেঁষে উইকেটরক্ষক ঋষভ পন্থের দস্তানায় জমা পড়ে। ভারতীয় ফিল্ডাররা আউটের আবেদন করলেও আম্পায়ার ওয়াইড দেন। তাতে রোহিত অবাক হয়ে যান। তিনি জিজ্ঞাসা করতে থাকেন রিভিউ নেবেন কি না।

ঠিক সেই সময় কোহলী রোহিতের কাছে এসে বলেন, ‘‘দুটো আওয়াজ এসেছে। আমি বলছি তুমি রিভিউ নাও।’’ সঙ্গে সঙ্গে রিভিউ নেন রোহিত। তার পরেই দেখা যায় আম্পায়ার তার আগেই তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেছেন এটা দেখার জন্য যে চেজ স্টাম্পড হয়েছেন কি না।

রিভিউতে দেখা যায় বল ব্যাটেও লাগেনি। চেজ স্টাম্পও হননি। বল তাঁর পায়ে লেগে ঋষভের দস্তানায় গিয়েছে। আম্পায়ার নিজের ওয়াইডের সিদ্ধান্ত বদল করেন। যদি আম্পায়ারের আবেদনের আগে রোহিত রিভিউ নিতেন তা হলে সেটি নষ্ট হত। তা না হওয়ায় রিভিউ বেঁচে যায় ভারতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Rohit Sharma india cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE