Advertisement
০৪ মে ২০২৪
Virat Kohli

Virat Kohli: শততম টেস্টের আগে মোহালির নেটে ঘাম ঝরালেন কোহলী

আর ৩৮ রান করলে টেস্টে ৮ হাজার রানের মালিক হবেন তিনি। তবে সে সব নয়, কোহলীর একমাত্র লক্ষ্য এখন তিন অঙ্কের সংখ্যায় পৌঁছন। আর নিজের শততম টেস্টেই শতরানের খরা কাটাতে চাইছেন তিনি। তাই হয়তো সবার আগে শুরু করেছেন অনুশীলন।   

তৈরি হচ্ছেন কোহলী

তৈরি হচ্ছেন কোহলী ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১১
Share: Save:

টি২০ সিরিজে বিশ্রামে ছিলেন। কিন্তু টেস্ট সিরিজে দলে ফিরেছেন তিনি। আর মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট হতে চলেছে বিরাট কোহলীর শততম টেস্ট। নজিরের টেস্টে ব্যাট হাতে ভাল করতে চাইছেন কোহলী। তাই মোহালিতে পৌঁছে অনুশীলন শুরু করে দিলেন তিনি।

রবিবার থেকেই মোহালিতে অনুশীলন শুরু করেছেন কোহলী। তিনি ছাড়াও অনুশীলন করেছেন ঋষভ পন্থ, শুভমান গিল, মহম্মদ শামি, জয়ন্ত যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁরা কেউ টি২০ সিরিজে খেলেননি। তাই আগে থেকেই অনুশীলন শুরু করেছেন। রবিবার টি২০ সিরিজ জিতে সোমবার মোহালি যাওয়ার কথা রোহিত শর্মা-সহ বাকি দলের। তার পরেই তাঁরা অনুশীলন শুরু করবেন।

অনুশীলনের আগে বাকিদের সঙ্গে বেশ কিছু ক্ষণ গল্প করতে দেখা যায় কোহলীকে। তার পর ব্যাট হাতে নেটে যান তিনি। প্রায় আধ ঘণ্টা থ্রো-ডাউন করেন। বেশ কিছু ক্ষণ ঘাম ঝরানোর পরে নেট থেকে বার হন ভারতের প্রাক্তন অধিনায়ক।

অনেক দিন কোহলীর ব্যাট থেকে বড় রান আসেনি। তার মধ্যেই টি২০ ও টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। এক দিনের দলের অধিনায়কত্ব তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় ফর্মে ফিরতে মরিয়া কোহলী। আর ৩৮ রান করলে টেস্টে ৮ হাজার রানের মালিক হবেন তিনি। তবে সে সব নয়, কোহলীর একমাত্র লক্ষ্য এখন তিন অঙ্কের সংখ্যায় পৌঁছন। আর নিজের শততম টেস্টেই শতরানের খরা কাটাতে চাইছেন তিনি। তাই হয়তো সবার আগে শুরু করেছেন অনুশীলন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Rohit Sharma india cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE