দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। ভারত সিরিজে চূর্ণ হলেও খারাপ খেলেননি বিরাট কোহলী। ফলে আইসিসি-র এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে অসুবিধা হল না তাঁর। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেও তিন নম্বরে থেকে গিয়েছেন রোহিত শর্মা।
কোহলী তিন ম্যাচ মিলিয়ে ১১৬ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়ে যান। প্রথম ম্যাচে ৫১ এবং তৃতীয় ম্যাচে ৬৫ রান করেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে সব থেকে বেশি রান শিখর ধবনের। তিনি তিন ম্যাচে ১৬৯ রান করেছেন। ক্রমতালিকায় তিনি ১৫ নম্বর স্থান। শীর্ষ স্থানে পাকিস্তানের বাবর আজম।