দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরে টিম বাসে উঠেই ফোনে ব্যস্ত বিরাট কোহলি। নিজের আসনে বসে এক মনে ভিডিয়ো কল করছেন তিনি। কিন্তু কার সঙ্গে কথা বলছেন কোহলি? সেটা দেখতে পেলেন সমর্থকরা। আসলে কোহলি নিজেই দেখালেন। ফোনের অপর প্রান্তে তখন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।
এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্রিনফিল্ড স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে ভারতের টিম বাস। সেই সময় বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন অনেক সমর্থক। জানলার ধারে কোহলিকে বসে থাকতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। ফোনে কথা বলছিলেন কোহলি। হঠাৎ তিনি ফোন তুলে সমর্থকদের দেখান যে কার সঙ্গে কথা বলছেন। ফোনে অনুষ্কাকে দেখতে পেয়ে সমর্থকদের চিৎকার আরও বেড়ে যায়।
আরও পড়ুন:
@imVkohli In Video Call With @AnushkaSharma While Returning From Match And Shows It To Fans 😂🤣💖#Virushka #INDvSA pic.twitter.com/YRVLNwZCiq
— virat_kohli_18_club (@KohliSensation) September 29, 2022
তাঁর কেরিয়ারে অনুষ্কার কতটা অবদান রয়েছে তা বার বার বলেছেন কোহলি। এশিয়া কাপে শতরানের খরা কাটানোর পরেও কোহলির মুখে ছিল শুধুই অনুষ্কার কথা। খারাপ সময়ে অনুষ্কা কী ভাবে তাঁকে শক্তি ও সাহস জুগিয়েছিলেন, সে কথা জানিয়েছেন কোহলি। ম্যাচ শেষে তাই স্ত্রীর সঙ্গেই কথা বলতে দেখা গেল তাঁকে।
এশিয়া কাপ থেকে ছন্দে ফিরেছেন কোহলি। এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ২৭৬ রান করেছেন তিনি। ১০২০ দিন পরে আম্তর্জাতিক ক্রিকেটে শতরান এসেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভাল খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে রান না পেলেও এখনও দু’টি ম্যাচ বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই দু’টি ম্যাচে বড় রান করতে চাইবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।