সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তার কয়েক মিনিটের মধ্যেই সমাজমাধ্যমে ভেসে ওঠে টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের ঘোষণা। সরকারি ভাবে নিজের সিদ্ধান্ত জানানোর আগেই স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক? তৈরি হয়েছে নতুন জল্পনা।
এ দিন সমাজমাধ্যমে কোহলি লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’
কোহলি জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তিনি লিখেছেন, ‘‘ক্রিকেটের এই ফরম্যাট থেকে সরে যাওয়া সহজ নয়। তবু সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে। আমার সব কিছু এই ফরম্যাটের জন্য দিয়েছি। যা আশা করেছিলাম, তার থেকে অনেক বেশি ফিরে পেয়েছি।’’ শেষে লিখেছেন, ‘‘কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। যাদের সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি এবং এই যাত্রা পথে যাদের সাহায্য পেয়েছি, সকলের কাছে আমি কৃতজ্ঞ। সব সময় হাসি মুখে নিজের টেস্টজীবনের দিকে ফিরে দেখব। ২৬৯ নম্বর টুপির যাত্রা শেষ হল।’’ লেখার শেষে কোহলি দিয়েছেন ভালবাসার ইমোজি। ভারতের ২৬৯তম ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক হয়েছিল কোহলি। সোমবার তাঁর সেই যাত্রা শেষ হল।
আরও পড়ুন:
গত দু’দিন ধরেই শোনা যাচ্ছিল কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নিজের সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন। বোর্ডকর্তারা তাঁকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন কোহলি। সমাজমাধ্যমে সিদ্ধান্ত ঘোষণার কয়েক মিনিট আগেই সোমবার কোহলিকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কাও। দু’জনকেই বেশ হাসিখুশি দেখিয়েছে। তবে তাঁরা কোথায় গিয়েছেন, তা জানা যায়নি। তবে বিরুষ্কার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।