ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হবে বুধবার থেকে। ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হবে দু’দল। সিরিজ়ে জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে শুভমন গিলদের। অন্য দিকে, জিততে পারলেই সিরিজ় নিশ্চিত হয়ে যাবে বেন স্টোকসদের। প্রথম তিনটি টেস্টেই দু’দলের মধ্যে টানটান লড়াই হয়েছে। ম্যাঞ্চেস্টার টেস্ট ঘিরেও তেমন প্রত্যাশা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। এই উন্মাদনায় কি আবহাওয়া জল ঢালতে পারে?
ম্যাঞ্চেস্টারে মঙ্গলবার বৃষ্টি হয়েছে। লন্ডনের আবহবিদেরা দারুণ আশার কথা শোনাতে পারেননি। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থ টেস্ট শুরু থেকেই বৃষ্টিবিঘ্নিত হতে পারে। বুধবার ম্যাচের প্রথম দিনে ম্যাঞ্চেস্টারের আকাশ থাকবে মেঘলা। সকাল এবং দুপুরের দিকে দু’এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। এ দিন বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। এ দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৯ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশে বৃষ্টির মেঘের আনাগোনা থাকবে সারা দিন। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহবিদেরা জানিয়েছেন, বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২১ এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনেও আকাশ থাকবে মেঘলা। রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। তবে এ দিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। আবহবিদদের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৭ শতাংশ। এ দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২২ এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
শনিবার ম্যাচের চতুর্থ দিনেও ম্যাঞ্চেস্টারের আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের পূর্বাভাস, ১০ শতাংশ বৃষ্টি হতে পারে সে দিন। শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২১ এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
রবিবার ম্যাচের শেষ দিনেও পুরো সময় খেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর কয়েক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে লন্ডনের আবহাওয়া অফিস। এ দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২১ এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
অর্থাৎ ম্যাঞ্চেস্টার টেস্টের পাঁচ দিনেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বভাবতই পুরো সময় খেলা নিয়েও থাকছে সংশয়। ম্যাঞ্চেস্টারের ২২ গজের চরিত্র অনেকটাই লর্ডসের মতো হবে বলে মনে করা হচ্ছে। পিচে হালকা ঘাস রয়েছে। ম্যাচের আগে সেই ঘাস ছেঁটে ফেলার সম্ভাবনাই বেশি। ম্যাচের তৃতীয় দিন থেকে সাহায্য পেতে পারেন স্পিনারেরা।