২৭ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ়। বিশ্ব ক্রিকেটে এক সময়ের ত্রাস যারা ছিল, তারাই লজ্জার রেকর্ড গড়ল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা অল আউট হয়ে গেলেন মাত্র ২৭ রানে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস। বিশ্বরেকর্ড রয়েছে নিউ জ়িল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউ জ়িল্যান্ড। মাত্র ১ রানের জন্য লজ্জার বিশ্বরেকর্ড গড়া থেকে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ়। টেস্টে এটাই তাদের সর্বনিম্ন রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। আর এক পেসার স্কট বোল্যান্ড ২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। সাবাইনা পার্কে গোলাপি বলের টেস্টে তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়া ১৭৬ রানে জিতে গিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের সাত জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১২১ রানে শেষ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। তাদের সামনে লক্ষ্য ছিল ২০৪ রানের। কিন্তু রান তাড়া করতে নেমে যে ভাবে ভরাডুবি হল ক্যারিবিয়ান ব্যাটিংয়ের, তা অপ্রত্যাশিত।
ম্যাচ এবং সিরিজ়ের সেরা হয়েছেন স্টার্ক। এটা তাঁর শততম টেস্ট। বোল্যান্ড হ্যাটট্রিক করেছেন। প্রথম বোলার হিসেবে দিন-রাতের টেস্টে হ্যাটট্রিক করার নজির গড়লেন তিনি।