Advertisement
০৬ মে ২০২৪
Lucknow Super Giants

রাহুলের চোট নিয়ে চিন্তা বাড়ছে আইপিএল দলেও, টেস্ট থেকে বাদ পড়তেই তাঁর সহকারী ঘোষণা

রাহুলের চোট সারতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেই কারণেই সহ-অধিনায়কের নাম জানিয়ে রাখল লখনউ। রাহুল খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান।

KL Rahul

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৬
Share: Save:

ধর্মশালায় শেষ টেস্টে খেলতে পারবেন না লোকেশ রাহুল। এই ঘোষণার পরেই সহ-অধিনায়কের নাম জানিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। তাদের অধিনায়ক রাহুল। তাঁর চোট সারতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেই কারণেই সহ-অধিনায়কের নাম জানিয়ে রাখল লখনউ। রাহুল খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান।

গত বারের আইপিএলে রাহুল চোট পেয়ে দল থেকে বাদ যাওয়ার পর নেতৃত্ব দিয়েছিলেন ক্রুণাল পাণ্ড্য। এ বারে আর তাঁকে দায়িত্ব দেওয়া হল না। ওয়েস্ট ইন্ডিজ়কে নেতৃত্ব দেওয়া পুরানকে দায়িত্ব দেওয়া হল এ বারের আইপিএলে। যদিও রাহুল খেললে অধিনায়ক তিনিই। গত বারের আইপিএলের আগে পুরানকে ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিল লখনউ। দলের অন্যতম উইকেটরক্ষক তিনি। ১৫ ম্যাচে পুরান করেছিলেন ৩৫৮ রান। গড় ২৯.৮৩, স্ট্রাইক রেট ১৭২.৯৫।

আইপিএল শুরু ২২ মার্চ থেকে। লখনউয়ের প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ২৪ মার্চ। রাহুল শেষ বার খেলেছিলেন হায়দরাবাদে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। তার পরেই চোটের কারণে দল থেকে বাদ পড়েন। বৃহস্পতিবার রাহুলকে পঞ্চম টেস্টের দলেও না রাখার কথা জানায় বোর্ড। সেই সঙ্গে বলে, “রাহুল লন্ডনে রয়েছেন। তাঁর চোট পরীক্ষা করা হচ্ছে।” এর আগে যদিও জানা গিয়েছিল রাহুল ৯০ শতাংশ সুস্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE