২০১২ সালে শেষ বার ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। তার পর থেকে আইসিসি টুর্নামেন্টে দু’দল মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সিরিজ আর হয়নি। ফের কবে হবে ভারত-পাক সিরিজ। আদৌ হবে কি না, সে বিষয়ে প্রশ্নের অন্ত নেই দু’দেশের সমর্থকদের মনে। এই বিষয়েই প্রশ্ন করা হয়েছিল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি জানালেন, এতে দু’দেশের ক্রিকেট বোর্ডের কোনও হাত নেই। সিদ্ধান্ত নিতে হবে দু’দেশের সরকারকে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতে একটি অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হয় সৌরভকে। জবাবে তিনি বলেন, ‘‘এই বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে নেই। আইসিসি টুর্নামেন্টে দু’দেশ খেলে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ বেশ কয়েক বছর ধরে বন্ধ। এই বিষয়ে দু’দেশের সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। এটা আমার বা পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার হাত নেই।’’