Advertisement
E-Paper

এ বারের আইপিএলে সবচেয়ে জোরে বল করেছেন কে? তালিকায় আছেন কেকেআরের কোনও বোলার?

গত বার আইপিএলে দ্রুততম বল করে নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব। লখনউয়ের বোলার ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করেছিলেন। এ বারের আইপিএলেও দেড়শোর গণ্ডি পেরিয়েছেন পাঁচ বোলার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২১:৩৪
cricket

পঞ্জাবের লকি ফার্গুসন। ছবি: পিটিআই।

গত বার আইপিএলে দ্রুততম বল করে নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব। লখনউয়ের বোলার ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করেছিলেন। এ বারের আইপিএলেও দেড়শোর গণ্ডি পেরিয়েছেন পাঁচ বোলার। তার মধ্যে এক জন প্রতিযোগিতা থেকে ছিটকেও গিয়েছেন।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে জোরে বল করেছেন লকি ফার্গুসন। পঞ্জাবের বোলার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে একটি বল করেছিলেন ১৫৩.২ কিলোমিটার বেগে। দ্বিতীয় স্থানে রয়েছেন জফ্রা আর্চার। রাজস্থানের বোলার গুজরাতের বিরুদ্ধে ১৫২ কিলোমিটার বেগে বল করেছিলেন। পরে পঞ্জাব ম্যাচেও তিনি ১৫১.৩ কিলোমিটার বেগে বল করেন।

কেকেআরের অনরিখ নোখিয়া হলেন একমাত্র বোলার, যিনি চলতি আইপিএলে চার বার ১৫০-র বেশি গতিতে বল করেছেন। প্রত্যেকটিই হয়েছে পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। নোখিয়ার বলগুলি ছিল ১৫১.৬, ১৫১.৫, ১৫১.২ এবং ১৫০.৬ কিলোমিটার বেগে।

তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাতের এই বোলার কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ১৫০.৬ কিলোমিটার বেগে বল করেছিলেন।

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে জোরে বল করেছেন শন টেট। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বোলার ১৫৭.৭ কিলোমিটারে বল করেছিলেন দিল্লির অ্যারন ফিঞ্চকে।

Lockie Ferguson Kagiso Rabada Anrich Nortje
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy