এক দিনের বিশ্বকাপে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখা যায় এই দৃশ্য। ট্রফি দেওয়ার আগে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের দেওয়া হয় সাদা রঙের ব্লেজ়ার। সেই ব্লেজ়ার পরে ট্রফি তুলতে হয়। রোহিত শর্মা, বিরাট কোহলিদেরও সেটাই করতে হয়েছে। কেন এই সাদা ব্লেজ়ার পরতে হয় চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের?
২০০৯ সালের আগে সাদা ব্লেজ়ার দেওয়ার রীতি ছিল না। কিন্তু ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এই রীতি চালু করে দক্ষিণ আফ্রিকা। এই ব্লেজ়ার সাফল্যের প্রতীক। বিশ্বের সেরা এক দিনের দলের সম্মানে দেওয়া হয় এই ব্লেজ়ার। সেই কারণেই, চ্যাম্পিয়ন দল সাদা ব্লেজ়ার পরে উল্লাস করে।
২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনিরা চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্লেজ়ার পরেছিলেন। সেই ব্লেজ়ার পরেই নেচেছিলেন বিরাট কোহলি। এ বার সেই ব্লেজ়ার পরেই নাচলেন শ্রেয়স আয়ার, অর্শদীপ সিংহেরা। মাঝে ২০১৭ সালে পাকিস্তানের ক্রিকেটারেরাও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ব্লেজ়ার পরেছিলেন।
আরও পড়ুন:
সাধারণত টেস্ট ক্রিকেটে কোনও সিরিজ়ের আগে দু’দলের অধিনায়ক ব্লেজ়ার পরে টস করতে নামেন। তার পরে অবশ্য জার্সি পরেই থাকেন তাঁরা। টি-টোয়েন্টি ক্রিকেটে কোথাও এই রীতি নেই। কিন্তু ২০০৯ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে। সেই ছবিই ধরা পড়ল দুবাইয়ে।
অপরাজিত থেকে এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ফাইনালে নিউ জ়িল্যান্ডকে ৪ উইকেটে হারালেন রোহিতেরা। এর আগে ২০০২ সালে যুগ্মবিজয়ী ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ২০১৩ সালে জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। অর্থাৎ, তৃতীয় বারের জন্য এই প্রতিযোগিতা জিতল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ন’মাসের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জিতলেন অধিনায়ক রোহিত।