ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম একাদশে আবার সাই সুদর্শনের ফেরা কার্যত নিশ্চিত। তবে ম্যাচের আগের দিন অধিনায়ক শুভমন গিলের একটি অনুরোধ প্রত্যাখ্যান করলেন তিনি। শুভমন জিজ্ঞাসা করেছিলেন যে, সুদর্শন নেটে ব্যাট করতে আগ্রহী কি না। কিন্তু সুদর্শন হেসে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
পুরোটাই হয়েছে মজার ছলে। শুভমন এবং সুদর্শন দু’জনেই খেলেন আইপিএলের দল গুজরাত টাইটান্সে। সেই সুবাদে শুভমন জানেন যে, ম্যাচের আগের দিন অনুশীলন করেন না সুদর্শন। সে দিন গা গরম করলেও নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করেন সুদর্শন। তাই অনুরোধ প্রত্যাখ্যাত হলেও শুভমন রেগে যাননি।
ম্যাচের আগে সুদর্শন লম্বা সময় ধরে অনুশীলন করেন। অনেক ক্ষণ ব্যাট করেন। তবে ম্যাচের আগের দিন তাঁকে ব্যাট ধরতেই দেখা যায় না। অতীতে ম্যাচের আগের দিন ব্যাট করে ক্লান্ত হয়ে যেতেন সুদর্শন। তার প্রভাব পড়ত ম্যাচে। গত বছর গুজরাতের কোচেরা সুদর্শনকে ম্যাচের আগের দিন হালকা থাকার পরামর্শ দেন। সেই পরামর্শ শুনেই এ বছরের আইপিএলে সাফল্য পেয়েছেন সুদর্শন।
আরও পড়ুন:
শুভমন নিজেও ম্যাচের আগে অনুশীলন করেন না। মাঠে এসে জগিং করে হালকা গা ঘামান। দলের বাকিদের অনুশীলন দেখেন। সুদর্শনও সেই নিয়ম মেনে চলেন। চতুর্থ টেস্টের আগে সুদর্শনকে একাধিক বার পিচ পরীক্ষা করতে দেখা গিয়েছে। প্রথম বার পিচ ঢাকা থাকার সময়, দ্বিতীয় বার কভার তুলে নেওয়ার সময়। এতেই বেড়েছে তাঁর খেলার সম্ভাবনা।