পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ হয়েছিল বৃষ্টিবিঘ্নিত। বৃহস্পতিবার অ্যাডিলেডের আবহাওয়া ছিল অনুকূল। শনিবারের ম্যাচ নিয়মরক্ষার হলেও ভারতীয় শিবিরের কাছে মর্যাদার লড়াই। সিডনির আবহাওয়া কি ক্রিকেটের উপযুক্ত থাকবে? সম্মানজনক ভাবে সিরিজ় শেষ করতে মরিয়া ভারতীয় শিবিরের চোখ আকাশের দিকে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিডনিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের শুরুতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ মেঘমুক্ত হবে আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হাওয়ার গতিবেগ একটু বেশি থাকতে পারে বিক্ষিপ্ত ভাবে। সাধারণ ভাবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকবে হাওয়ার গতিবেগ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৬ থেকে ৬৯ শতাংশের মধ্যে। সব মিলিয়ে ক্রিকেটের জন্য অনুকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন অস্ট্রেলিয়ার আবহবিদেরা।
আরও পড়ুন:
তিন ম্যাচের এক দিনের সিরিজ় বৃহস্পতিবারই হাতছাড়া হয়েছে শুভমন গিলদের। সিডনিতে ব্যবধান কমাতে চাইবেন তাঁরা। প্রথম দু’ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলির দিকেও বাড়তি নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।