Advertisement
০৩ মে ২০২৪
IPL Auction 2024

নিলামের পরেই কি রোহিতকে অন্য দলে বিক্রি করে দেবে মুম্বই? জবাব অম্বানীদের

নেতৃত্ব যাওয়ার পরেই শোনা গিয়েছিল, রোহিত শর্মা মুম্বই থেকে অন্য কোনও দলে চলে যেতে পারেন। সেই দাবির জবাব দিলেন মুম্বইয়ের এক কর্তা। কী বললেন তিনি?

Will Rohit Sharma be traded from Mumbai Indians to other team, answers official ahead of IPL Auction 2024

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৬:২৩
Share: Save:

আইপিএলের নিলামের আগেই ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল তারা। হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেছিল। তার পরেই শোনা গিয়েছিল, রোহিত অন্য কোনও দলে চলে যেতে পারেন। আইপিএল নিলামের আগেই সেই দাবি উড়িয়ে দিলেন মুম্বইয়ের এক কর্তা। স্পষ্ট জানালেন, কোথাও যাচ্ছেন না রোহিত।

নামপ্রকাশে অনিচ্ছুক এক মুম্বই কর্তা এক ওয়েবসাইটে বলেছেন, “চারদিকে যে প্রতিবেদন বা খবর প্রকাশিত হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং অসত্য। মুম্বইয়ের কোনও ক্রিকেটারই দল ছাড়ছে না। আমরাও কাউকে অন্য দলে বিক্রি করছি না।”

মুম্বই এ-ও জানিয়েছে, হার্দিককে অধিনায়ক করার আগে সবার সম্মতি নেওয়া হয়েছে। রোহিতও সেখানে ছিলেন। ওই কর্তা বলেছেন, “প্রত্যেক ক্রিকেটারের মতামত শোনার পরেই হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিতকেও জানানো হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অন্যতম ভূমিকা ছিল ওর।”

শোনা গিয়েছে, রোহিতকে অধিনায়ক হিসাবে সরিয়ে দেওয়ার পরে দু’টি দল রোহিতকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। তারা হল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। যে ভাবে গুজরাত থেকে হার্দিককে নিয়েছে মুম্বই, সে ভাবেই ট্রেডিংয়ের মাধ্যমে রোহিতকে নেওয়ার পরিকল্পনা করেছিল তারা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে মুম্বইয়ের তরফে।

প্রসঙ্গত, রোহিত আইপিএলের সফলতম অধিনায়ক। পাঁচ বার ট্রফি জিতেছেন তিনি। ডেকান চার্জার্স থেকে ২০১১ সালে যোগ দেন মুম্বইয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE