Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Smriti Mandhana

Smriti Mandhana: পঞ্চম শতরান করে স্মৃতির স্মৃতি থেকে মুছে গেল আগের চারটি

ছ’টি আন্তর্জাতিক শতরান হয়ে গেল স্মৃতি মন্ধানার। তার মধ্যে এক দিনের ক্রিকেটে পাঁচটি। আর পঞ্চম শতরান করার পর স্মৃতি জানালেন, আগের শতরানগুলি তিনি ভুলেই গিয়েছেন।

শনিবার শতরানের পথে স্মৃতি মন্ধানা।

শনিবার শতরানের পথে স্মৃতি মন্ধানা। ছবি: আইসিসি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১১:১৯
Share: Save:

ছ’টি আন্তর্জাতিক শতরান হয়ে গেল স্মৃতি মন্ধানার। তার মধ্যে এক দিনের ক্রিকেটে পাঁচটি। আর পঞ্চম শতরান করার পর স্মৃতি জানালেন, আগের শতরানগুলি তিনি ভুলেই গিয়েছেন।

শনিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ বলে ১২৩ রান করার পর স্মৃতি বলেন, ‘‘আমার স্মৃতিশক্তি খুব খারাপ। তাই এই শতরানকে ঠিক কোথায় রাখব, বলতে পারছি না। যেহেতু শুরুতে উইকেট পড়ে গিয়েছিল এবং আগের ম্যাচে হারতে হয়েছিল, সেই জায়গা থেকে বলতে পারি, এই ইনিংস বেশ উপরের দিকেই থাকবে।’’

প্রশংসা করেছেন ওপেনিংয়ে তাঁর সঙ্গী যষ্টিকা ভাটিয়ার। ২১ বলে ৩১ রান করেন যষ্টিকা। ইনিংসে ৬টি চার রয়েছে। ওপেনিং জুটিতে ছ’ওভারে ৪৭ রান উঠে যায়। স্মৃতি বলেন, ‘‘যষ্টিকা যে ভাবে ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করেছিল, সেটা আমাকেও আত্মবিশ্বাসী করে তুলেছিল। ওর জন্যই মাঝে একটু ধরে খেলার সুযোগ পেয়েছিলাম। যখন পরপর উইকেট চলে গেল, তখন মনে হচ্ছিল, অসুবিধে নেই, আমাদের হাতে ২০-৩০ রান বাড়তি আছে। এটা যষ্টিকার জন্যই সম্ভব হয়েছিল। ও শুরুতে রান রেট না বাড়িয়ে রাখলে এটা হত না।’’

নিজের এই ‘ধরে খেলা’ ইনিংস নিয়ে স্মৃতি বলেন, ‘‘আমার স্বভাব বিরুদ্ধ ইনিংস এটা। সাধারণত আমি ৯০-১০০ স্ট্রাইক রেট রেখে ব্যাট করি। পরে হ্যারির (হরমনপ্রীত কৌর) সঙ্গে যে ভাবে ব্যাট করলাম, তাতে আমি খুশি। গত ম্যাচে হারার পর আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছিলাম, রান তুলতে হবে, ছন্দ ধরে রাখতে হবে। সেটাই করতে পেরেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE