ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ শত রান, সব মিলিয়ে ষষ্ঠ। যশস্বী জয়সওয়ালেক ১১৮ রানের জন্য ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য রাখতে পেরেছে ভারত।
তিন বার যশস্বীর ক্যাচ ফেলেছেন ইংরেজ ফিন্ডারেরা। তা সত্ত্বেও নৈশপ্রহরী আকাশদীপকে নিয়ে ১০৭ রানে জুটি গড়েছেন যশস্বী। নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে যশস্বী বলেন, “এই উইকেটে মশলা আছে। ব্যাটিং উপভোগ করছিলাম। এই উইকেটে কোন শট খেলতে হয় সেটা আমার জানা ছিল। আমি প্রস্তুত ছিলাম। আমার মানসিকতা বরাবরই এ রকম। তবে, আরও বড় রান করতে চেয়েছিলাম।”
আকাশদীপের সঙ্গে তাঁর জুটি নিয়ে যশস্বী বলেন, “ও খুব ভাল ব্যাট করেছে। আমরা চেয়েছিলাম ও যতটা সম্ভব বেশি ব্যাট করুক।”
শনিবার মাঠে ছিলেন রোহিত শর্মা। যশস্বী বলেন, “রোহিত ভাইকে দেখেছি। রোহিতভাই, বিরাটভাইয়ের মতো সিনিয়রের থেকে অনেক কিছু শিখেছি। বিভিন্ন দেশে কী ভাবে বিভিন্ন চ্যালেঞ্জ সামলাতে হয় সেটা শিখেছি। এখন রাহুল ভাই, গিল আছে। ওদের অভিজ্ঞতা থেকে শিখছি।”
আরও পড়ুন:
এই টেস্টে ভারতের জেতার সুযোগ কতটা জানতে চাইলে যশস্বী বলেন, “এই উইকেটে বল সুইং করছে। ফলে ওদের কাজ সহজ হবে না। আমরা জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।” ইংল্যান্ডের জেতার জন্য আরও ৩২৪ রান দরকার, যশস্বীদের চাই ৮ উইকেট।
জোতার ব্যাপারে আত্মবিশ্বাসী ইংল্যান্ডও। তাদের জোরে বোলার জস টং বলেন, “আমাদের কোনও চাপ নেই। লক্ষ্য নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের যা ব্যাটিং লাইন-আপ, এই রান তাড়া করতে না পারার তো কোনও কারণ দেখছি না।”
টংয়ের মতে, উইকেট সহজ হয়ে গিয়েছে। তিনি বলেন, “শুরুর দিকে বোলাররা এই উইকেটে সাহায্য পাচ্ছিল। কিন্তু হেভি রোলার চালানোয় উইকেট পাটা হয়ে গিয়েছে। তবু কিছু বল এখনও লাফাচ্ছে।”