Advertisement
০১ মে ২০২৪
India vs England 2024

জোড়া দ্বিশতরানের পুরস্কার পেলেন যশস্বী, ভারতের একাধিক ক্রিকেটার এগোলেন ক্রমতালিকায়

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভাল ফর্মে রয়েছেন ভারতের একাধিক ক্রিকেটার। পর পর দুই টেস্টে তার সুফল পেয়েছেন রোহিতেরা। চতুর্থ টেস্টের আগে যশস্বীরা পেয়ে গেলেন স্বীকৃতিও।

picture of Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৩
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভাল ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনম টেস্টের পর রাজকোটেও দ্বিশতরান করেছেন। এখনও পর্যন্ত সিরিজ়ের ছ’টি ইনিংসে করেছেন ৫৪৫ রান। এই পারফরম্যান্সের সুফল পেলেন তরুণ ওপেনার।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় উঠে এসেছেন যশস্বী। পর পর দু’টি টেস্টে দ্বিশতরানের ইনিংসের সুবাদে এক লাফে ১৪ ধাপ এগিয়ে এসেছেন যশস্বী। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় তরুণ ওপেনার রয়েছেন ১৫ নম্বরে। ব্যাটারদের ক্রমতালিকায় এগিয়েছেন রাজকোটে প্রথম ইনিংসে শতরান পাওয়া রবীন্দ্র জাডেজাও। তিনি ১১২ রানের ইনিংসের সুবাদে ৪১ নম্বর থেকে ৩৪তম স্থানে উঠে এসেছেন। ৭ উইকেট নিয়ে টেস্ট বোলারদের ক্রমতালিকায় তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন জাডেজা। টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি। এ ক্ষেত্রে ক্রিকেটজীবনের সেরা ৪৬৯ রেটিং পয়েন্ট রয়েছে তাঁর সংগ্রহে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে ব্যাটারদের ক্রমতালিকায় ১২ নম্বরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রাজকোটে ৯১ রান করা শুভমন গিলও তিন ধাপ এগিয়ে রয়েছেন ৩৫তম স্থানে। আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় জায়গা করে নিয়েছেন তৃতীয় টেস্টে দুই অভিষেককারী সরফরাজ় খান এবং ধ্রুব জুড়েলও। সরফরাজ় রয়েছেন ক্রমতালিকায় ৭৫ নম্বরে। জুড়েল ১০০তম স্থানে।

আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে চতুর্থ টেস্টে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। রাজকোট টেস্টের দ্বিতীয় দিন মায়ের অসুস্থতার কারণে চেন্নাই ফিরে গিয়ে আবার চতুর্থ দিন ফিরে আসেন তিনি। তবু বোলারদের ক্রমতালিকায় এক ধাপ উন্নতি করেছেন অভিজ্ঞ অফ স্পিনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE