Advertisement
০২ মে ২০২৪
india cricket

Yuzvendra Chahal: কোহলী, রোহিতদের সাফল্যের পিছনেও কি আইপিএল? কী বলছেন দলের বোলার

গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। আইপিএলের জন্যই সেটা হচ্ছে বলে মনে করেন যুজবেন্দ্র চহাল।

ভারতীয় দলের সাফল্যের রহস্য কী

ভারতীয় দলের সাফল্যের রহস্য কী ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ২০:০৫
Share: Save:

ভারতীয় দলের সাফল্যের পিছনেও আইপিএলের অবদান দেখছেন দলের বোলার যুজবেন্দ্র চহাল। তাঁর মতে, আইপিএলের জন্যই ভারতীয় বোলাররা খুব তাড়াতাড়ি অনেক বেশি পরিণত হয়ে যান। তার ফলে জাতীয় দলে তাঁরা অনেক ভাল খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতীয় দলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার রয়েছেন। জাতীয় দলে তাঁরা তরুণ হলেও তাঁদের খেলার অভিজ্ঞতা কম নয় বলেই জানিয়েছেন চহাল। তিনি বলেন, ‘‘বোলাররা তরুণ হলেও আইপিএলে দীর্ঘ দিন ধরে খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা তাদের অনেক তাড়াতাড়ি পরিণত করে। তার ফলে খেলার সময় তারা চাপে পড়ে না। সেই কারণেই আমরা এত ভাল ক্রিকেট খেলছি।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের বোলিং আক্রমণে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞ বোলাররা নেই। তার বদলে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খানরা খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের অভিজ্ঞতা কম হলেও আইপিএলে দীর্ঘ দিন খেলার সুবাদে কোন পরিবেশে কী ভাবে বল করতে হয় তা তাঁরা ভাল ভাবে জানেন। ফলে দ্বিতীয় সারির দলও সফল। সেই কথাই তুলে আনলেন চহাল।

ক্রিকেটের সব ফরম্যাটে গত কয়েক বছর ধরে দাপট দেখিয়েছে ভারত। বিশেষ করে বিদেশের মাটিতে দলের বোলাররা নজর কেড়েছেন। প্রতি বার আইপিএল থেকে আরও নতুন নতুন বোলার উঠে আসছেন। সেটা দলকে আরও বেশি বৈচিত্র দিচ্ছে। তাই দলের সাফল্যের পুরো কৃতিত্ব আইপিএলকে দিচ্ছেন চহাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE