Advertisement
০৬ মে ২০২৪
সেরি আ

অসুস্থ খুদে ভক্তকে ইটালি উড়িয়ে এনে জার্সি উপহার রোনাল্ডোর

সোমবার জুভেন্তাস তাদের টুইটারে একটি ছবি পোস্ট করেছে। দুই মিষ্টি, খুদে ভক্তের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সি আর সেভেন। দশ বছরের শিশু জোসেফ থাকে ব্রিস্টলে।

 মানবিক: খুদে ভক্ত জোসেফের (বাঁ দিকে) সঙ্গে রোনাল্ডো। টুইটার

মানবিক: খুদে ভক্ত জোসেফের (বাঁ দিকে) সঙ্গে রোনাল্ডো। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০৪:৩৯
Share: Save:

রোমা ২ • জুভেন্তাস ০

মাঠে তিনি মেজাজ হারিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলারের দিকে ধেয়ে যাচ্ছেন। আবার তিনিই দশ বছরের অসুস্থ ভক্তকে ডেকে পাঠাচ্ছেন তার সঙ্গে দেখা করার জন্য। সেরি আ যথারীতি রোনাল্ডোময়।

সোমবার জুভেন্তাস তাদের টুইটারে একটি ছবি পোস্ট করেছে। দুই মিষ্টি, খুদে ভক্তের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সি আর সেভেন। দশ বছরের শিশু জোসেফ থাকে ব্রিস্টলে। ২০১৩ সালে তার ব্রেন টিউমার ধরা পড়ে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে জোসেফ আপাতত ঠিক রয়েছে। সেই খবর রোনাল্ডোর কানে পৌঁছতেই জুভেন্তাস তারকা তাকে ডেকে পাঠান ইটালিতে। রোনাল্ডোই বিমানে আসার ব্যবস্থা করে দেন জোসেফ ও তার পরিবারের। সোমবার সকালে জুভেন্তাস ট্রেনিং গ্রাউন্ডে জোসেফের সঙ্গে দেখা করেন রোনাল্ডো। তার হাতে তুলে দেন ক্লাবের জার্সি এবং তোলেন ছবি। পরে জোসেফের মা কেলি বলেছেন, ‘‘আমাদের কাছে গোটা ব্যাপারটা অকল্পনীয়। রোনাল্ডোর মতো ব্যক্তিত্ব যে আমার ছেলের সঙ্গে দেখা করবেন, তা আমরা কল্পনাই করতে পারিনি। আমরা রোনাল্ডোর মহানুভবতা দেখে মুগ্ধ।’’

যদিও ইটালির সংবাদমাধ্যম রোনাল্ডোর সেই স্নেহশীল ছবি নিয়ে আদৌ প্রভাবিত হচ্ছে না। বরং তাদের কাছে অনেক বেশি আলোচ্য হয়ে দাঁড়িয়েছে রবিবার সেরি আ’তে এএস রোমার বিরুদ্ধে জুভেন্তাসের হার নিয়ে। এবং সেখানেও বিতর্কের কেন্দ্রে সেই রোনাল্ডো। ওই ম্যাচে মাথা গরম করে পর্তুগিজ তারকা বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েন রোমা দলের ডিফেন্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির সঙ্গে। শুধু তাই নয়, ক্ষিপ্ত জুভেন্তাস তারকা বলে ওঠেন, ‘‘তুমি আমার চেয়ে উচ্চতায় এতটাই খাটো যে, তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি।’’ রোনাল্ডোর সেই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। টুইটারে অনেকেই বলতে শুরু করেছেন, মেজাজ হারালেও রোনাল্ডোর এ ধরনের মন্তব্য মোটেও কাঙ্ক্ষিত ছিল না। অবশ্য ম্যাচের পরে রোনাল্ডোর আচরণ নিয়ে কোনও ব্যাখ্যায় যেতে চাননি জুভেন্তাস ম্যানেজার মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি বলেছেন, ‘‘ম্যাচে সকলেই কমবেশি মেজাজ হারিয়ে ফেলে। তাকে খুব বড় করে দেখার দরকার আছে বলে আমি মনে করি না।’’

পাশাপাশি ইটালি সংবাদমাধ্যমের খবর, মরসুম শেষ হলেই জুভেন্তাস ছেড়ে দিতে পারেন অ্যালেগ্রি। যদিও তিনি রবিবার সাংবাদিক সম্মেলনে সেই সম্ভাবনা খারিজ করে দেন। বলেন, ‘‘ক্লাবের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে। তাই সে প্রশ্ন ওঠে না।’’ আরও বলেছেন, ‘‘আগামী সপ্তাহে ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে দলের পারফরম্যান্স নিয়েও অনেক কথাবার্তা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Juventus Cristiano Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE