ভারোত্তোলনে সোনা পুনম যাদবের। ছবি: রয়টার্স।
উত্তরপ্রদেশের ছোট্ট একটা গ্রাম চাঁদমারি জন্ম পুনমের। আর্থিক অনটনের মধ্যেও অটল থেকে ভারোত্তোলনের কাজটা কিন্তু চালিয়ে গিয়েছেন। আর এ কাজে তাঁকে সর্বক্ষণ অনুপ্রাণিত করে গিয়েছেন তাঁর দিদি ও জ্যেঠু। ২০০৪-এ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ-এ অংশ নেন। ২০১৪-য় গ্লাসগো কমনওয়েলথে ৬৩ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ছোট্ট একটা গ্রাম থেকে কমনওয়েলথের মঞ্চে উঠে আসা এবং শুধু তাই নয় সোনা জিতে দেশকে গৌরবান্বিত করাই ছিল তাঁর স্বপ্ন। আর সেই স্বপ্নই সাকার করে ছাড়লেন পুনম।
শুধু ভারোত্তোলনই নয়, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে বাজিমাত করলেন মানু ভাকার। ওই ইভেন্টেই রুপো জিতেছেন হিনা সিন্ধু। পুরুষ বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন রবি কুমার।
এখনও পর্যন্ত ভারতের মোট পদকের সংখ্যা— সোনা-৬, রুপো-২, ব্রোঞ্জ-২।