Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sri Lanka

Sri Lanka: ভারতের বিরুদ্ধে নামার আগে আরও সমস্যায় শ্রীলঙ্কা, ফের বদলানো হল অধিনায়ক

পেরেরা অন্যতম ক্রিকেটার, যিনি এই চুক্তির বিরোধিতা করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজও হেরে গিয়েছেন।

সরকারি ভাবে জানানো না হলেও শানাকার হাতেই নেতৃত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

সরকারি ভাবে জানানো না হলেও শানাকার হাতেই নেতৃত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১১:১২
Share: Save:

কুশল পেরেরার বদলে সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে চলেছেন দাসুন শনকা। চার বছরের মধ্যে তিনি ষষ্ঠ অধিনায়ক হতে চলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটে।

শানাকার আগে চার বছরের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন দীনেশ চান্ডিমল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাসিথ মালিঙ্গা, দিমুথ করুনারত্নে এবং পেরেরা। তবে ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩টি টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন শানাকা।

শ্রীলঙ্কা ক্রিকেটে চুক্তি নিয়ে গণ্ডগোল চলছিল। পেরেরা অন্যতম ক্রিকেটার যিনি এই চুক্তির বিরোধিতা করেছেন। তাঁর নেতৃত্বে খেলতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজও হেরে গিয়েছে শ্রীলঙ্কা। মনে করা হচ্ছে এই কারণেই অধিনায়কত্বে বদল আনতে চাইছে দল। এখনও সরকারি ভাবে জানানো না হলেও শানাকার হাতেই নেতৃত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে শনাকা।

ইংল্যান্ডের বিরুদ্ধে শনাকা। ছবি: রয়টার্স

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বুধবার ৩০ জনের মধ্যে ২৯ জন ক্রিকেটার চুক্তিতে সই করেছেন। জানা গিয়েছে পেরেরা অন্য ক্রিকেটারদের সই না করার ব্যাপারে উৎসাহ দিচ্ছিলেন। অন্য দিকে শানাকা এমন একজন ক্রিকেটার, যিনি প্রথম দিকেই সই করে দিয়েছিলেন।

বুধবার যে চুক্তি দেওয়া হয়েছে তাতে নাম নেই ম্যাথুজ এবং করুনারত্নের। ম্যাথুজ ভারতের বিরুদ্ধে খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। মনে করা হচ্ছে অবসর নিতে পারেন তিনি। শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত।

সেই সিরিজের আগে শ্রীলঙ্কা শিবির করোনা আক্রান্ত। বৃহস্পতিবার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিভৃতবাসে পাঠানো হয়েছে তাঁকে। মৃদু উপসর্গ রয়েছে ফ্লাওয়ারের। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই বেশ চিন্তায় শ্রীলঙ্কা শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE