Advertisement
১৭ এপ্রিল ২০২৪
David Warner

ভবিষ্যৎ নিয়ে খুব নিশ্চিত নন ওয়ার্নার

বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে  এক বছর নির্বাসিত থাকার পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ঝড় তুলেছেন ওয়ার্নার।  স্ত্রী ক্যান্ডিস ও তিন কন্যার বাবা ৩৩ বছরের এই ক্রিকেটার মনে করেন পরিবার ছেড়ে দীর্ঘদিন ঘরের বাইরে থাকা সহজ কাজ নয়।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০৩:৫৫
Share: Save:

করোনা সংক্রমণ ও তার জেরে নিভৃতবাস-সহ নানাবিধ কারণে ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতে পারেন বলে আভাস দিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে এক বছর নির্বাসিত থাকার পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ঝড় তুলেছেন ওয়ার্নার। স্ত্রী ক্যান্ডিস ও তিন কন্যার বাবা ৩৩ বছরের এই ক্রিকেটার মনে করেন পরিবার ছেড়ে দীর্ঘদিন ঘরের বাইরে থাকা সহজ কাজ নয়। ওয়ার্নারের কথায়, ‍‘‍‘আমার ক্রিকেটার জীবনে তিন মেয়ে ও স্ত্রী একটা বড় অংশ জুড়ে রয়েছে। সবার আগে পরিবার। তার সঙ্গে ক্রিকেট ও সাম্প্রতিক পরিস্থিতি দেখার পরে ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।’’ যোগ করেছেন, ‍‘‍‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর হবে না। যা ঘরের মাঠে জেতার জন্য আদর্শ পরিবেশ হতে পারত। তা পিছিয়ে গিয়েছে। এ বার আগামী বছর ভারতে বিশ্বকাপে যেতে পারব কি না তা নিয়ে পুনর্বিবেচনা করতে হবে।’’

তিনি আরও বলেন, ‍‘‍‘মেয়েদের স্কুল রয়েছে। আমার সিদ্ধান্তের সঙ্গে সব কিছু জড়িয়ে। এটা শুধু ক্রিকেটীয় ব্যাপার নয়। পারিবারিক সিদ্ধান্তও রয়েছে।’’

করোনার সংক্রমণ এড়িয়ে এই মুহূর্তে ফের ক্রিকেট শুরু হয়েছে। যেখানে নিভৃতবাস-সহ জৈব সুরক্ষা নীতি অনুসরণ করা হচ্ছে মারণ এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার জন্য। অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে ক্রিকেটারেরা নিজের প্রদেশেই অনুশীলন করছেন। অন্য প্রদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাঁদের। যে প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‍‘‍‘ঘরে বসে পরিস্থিতির উপরে নজর রাখছি। প্রত্যেক ক্রিকেটারই তার নিজের প্রদেশে অনুশীলন করে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত রাখছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

David Warner Cricket Australia ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE