অ্যাডিলেড ওভালের ইতিহাসে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। সেই ডন ব্র্যাডম্যানের সময় থেকেই এই মাঠ ঐতিহ্যে ভরপুর। কিন্তু এতদিনেও এই মাঠ টেস্টে ট্রিপল সেঞ্চুরির সাক্ষী হয়নি। সেই আক্ষেপ মিটল শনিবার, যখন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার।
একইসঙ্গে ওয়ার্নার ভাঙলেন নানা রেকর্ড। গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রানসংগ্রহকারী। টপকে গেলেন পাকিস্তানের আজহার আলির ৪৫৬ রানকে। এই টেস্টের আগে দিনরাতের টেস্টে ওয়ার্নারের রেকর্ড তেমন কিছু ছিল না— ২৪.৮৭ গড়ে করেছিলেন ১৯৯ রান। এ দিনের ট্রিপল সেঞ্চুরির পর তিনিই উঠে এলেন এক নম্বরে।
চলতি বছরে টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল বিরাট কোহালির। গত মাসে পুণেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ দিনের ত্রিশতরানে তা ছাপিয়ে গেলেন ওয়ার্নার।