Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Deepika Kumari

Deepika Kumari: এশিয়ান গেমসে দীপিকা নেই, ফিরলেন জয়ন্ত

ছেলেদের রিকার্ভ দলে ২০১৯ সালের পরে ভারতীয় দলে ফিরেছেন জয়ন্ত তালুকদার। ৩৫ বছরের জয়ন্ত ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বকাপ তিরন্দাজিতে। দীপিকার মতো ছেলেদের দলে নেই অতনু দাসও। সেখানে রয়েছেন তরুণদীপ রাই, নীরজ চৌহান এবং সচিন গুপ্ত। এদের মধ্যে তরুণদীপ ২০১০ এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছিলেন।

দীপিকা কুমারী।

দীপিকা কুমারী। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৮:১৯
Share: Save:

রীতিমতো চমকে দেওয়ার মতো খবর। বিশ্বের দু’নম্বর মহিলা তিরন্দাজ দীপিকা কুমারী ছাড়াই এশিয়ান গেমসে লড়াই করবে ভারতীয় দল। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতে আলোড়ন ফেলে দেওয়া দীপিকা এই প্রথমবার দেশের হয়ে লড়তে পারবেন না।

রবিবার সাই সেন্টারে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি প্রতিযোগিতার রাউন্ড রবিন পর্বের তৃতীয় রাউন্ডে দুটি ম্যাচেই হেরে যান তিনি। তিনি শেষ করেন পাঁচ নম্বরে। প্রসঙ্গত ২৭ বছরের দীপিকা এর আগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ২০১০, ২০১৪ এবং ২০১৮ এশিয়ান গেমসে। শেষবার তিনি ব্রোঞ্জও জিতেছিলেন।

তিরন্দাজি বিশ্বকাপে ১১টি সোনা, ১২টি রুপো এবং সাতটি ব্রোঞ্জের অধিকারী দীপিকা যোগ্যতা অর্জন পর্বে পিছিয়ে পড়েন অঙ্কিতা ভকত, সিমরনজিৎ কৌর এবং গতবারের জাতীয় চ্যাম্পিয়ন ঋধি ফোরের কাছে। জাতীয় তিরন্দাজ সংস্থার জনৈক আধিকারিক সংবাদ সংস্থা পিটিাইকে বলেছেন, “দীপিকার রাস্তা এখানেই বন্ধ হয়ে যাচ্ছে না। সামনে তিরন্দাজি বিশ্বকাপ রয়েছে। সেখানে ওর পারফরম্যান্স খুঁটিয়ে দেখা হবে। জুলাই মাসে ফের একটি ট্রায়াল হবে। তার মধ্যে দীপিকা ভাল কিছু করলে আবার ফিরে আসবে।” প্রাথমিক পর্বে তিনটি বিশ্বকাপ এবং এশিয়ান গেমসের যে দল তৈরি করা হয়েছে, সেখানে মেয়েদের রিকার্ভ দলে রয়েছেন ঋধি ফোর, কোমলিকা বারি, অঙ্কিতা ভকত এবং সিমরনজিৎ কৌর।

ছেলেদের রিকার্ভ দলে ২০১৯ সালের পরে ভারতীয় দলে ফিরেছেন জয়ন্ত তালুকদার। ৩৫ বছরের জয়ন্ত ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বকাপ তিরন্দাজিতে। দীপিকার মতো ছেলেদের দলে নেই অতনু দাসও। সেখানে রয়েছেন তরুণদীপ রাই, নীরজ চৌহান এবং সচিন গুপ্ত। এদের মধ্যে তরুণদীপ ২০১০ এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deepika Kumari Archery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE