Advertisement
E-Paper

দিল্লিতে দূষণ আতঙ্কে চর্চায় বাংলাদেশ ম্যাচ

দিল্লির আবহাওয়া দফতরের সচিব সি কে মিশ্র শনিবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘পঞ্জাব এবং হরিয়ানা সরকারকে অনুরোধ করা হয়েছে কৃষকেরা এই সময় যেন জমির আগাছা না পোড়ান।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০৩:০৪
সঙ্কট: দু’বছর আগে এমনই ভয়ঙ্কর দূষণে ঢাকা পড়েছিল কোটলার মাঠ।

সঙ্কট: দু’বছর আগে এমনই ভয়ঙ্কর দূষণে ঢাকা পড়েছিল কোটলার মাঠ।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু সেই দ্বৈরথের আগেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর বায়ুদূষণ।
দু’বছর আগের ঘটনা। ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টেস্টের মধ্যে প্রবল বায়ুদূষণের কারণে ক্রিকেটারেরা মুখে ‘মাস্ক’ পরতে বাধ্য হন। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছিলেন। যা নিয়ে প্রবল অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল ভারতীয় বোর্ডকে। সেই পরিস্থিতি যে এ বারও হবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না।
সামনেই দীপাবলি। রাজধানীতে শব্দদূষণের সঙ্গে বায়ুদূষণও যে ভয়ঙ্কর আকার নিতে চলেছে, তা নিয়ে কারও সন্দেহ নেই। ইতোমধ্যে ‘একিউআই’ (এয়ার কোয়ালিটি ইনডেক্স) দিল্লির আবহাওয়াকে ‘খুব খারাপ’ বলে চিহ্নিত করেছে। একিউআই-এর মান অনুযায়ী, রাজধানীর বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০। যা শ্বাসকষ্টের সঙ্গে শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, এই অবস্থায় ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কেন দিল্লিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?
যদিও এই বিষয় নিয়ে ভারতীয় বোর্ড এবং ডিডিসিএ (দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা) জানিয়েছে, রাজধানীর বায়ুদূষণ ক্রিকেটারদের উপরে কোনও প্রভাব ফেলবে না। সংবাদসংস্থা পিটিআই-কে শনিবার বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘‘দীপাবলির পরে দিল্লির বাতাসে দূষণের মাত্রা যে বেড়ে যায়, সেটা আমরাও জানি। তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। তবে যে-হেতু দীপাবলির এক সপ্তাহ পরে ম্যাচ হবে, তাই ধরে নেওয়া যায় ক্রিকেটারদের তেমন কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না। তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত অস্বস্তিতে পড়তে হবে না।’’
কিন্তু দু’বছর আগের সেই তিক্ত স্মৃতির পরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, দিল্লির বাইরে অন্য কোনও মাঠে কেন ম্যাচ দেওয়া হয় না? যদিও ওই আধিকারিক বলেছেন, ‘‘বাংলাদেশ দলের সফর-সূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তারা দিল্লিতে প্রথম পা রাখবে এবং কলকাতা থেকে দেশে ফিরে যাবে। সেই মতো সফরের প্রথম ম্যাচ উত্তরে রেখে ক্রমশ তাকে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিমে (নাগপুর, রাজকোট, ইনদওর) এবং দেশের পূর্ব প্রান্তে (কলকাতা)। মনে হয় না, বাংলাদেশ দলকে সমস্যায় পড়তে হবে।’’ দিল্লির আবহাওয়া দফতরের সচিব সি কে মিশ্র শনিবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘পঞ্জাব এবং হরিয়ানা সরকারকে অনুরোধ করা হয়েছে কৃষকেরা এই সময় যেন জমির আগাছা না পোড়ান।’’

T20 Match India Bangladesh Match Delhi Pollution Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy