কেপ টাউন এবং সেঞ্চুরিয়ানে পর পর দুই টেস্ট হেরে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে। এই পরিস্থিতিতে বুধবার (২৪ জানুয়ারি) টেস্ট সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ আটকাতে নামছে ভারত।
জোহানেসবার্গে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে নামার আগে অস্বস্তিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই টেস্টে সুযোগ পাওয়া রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চরম ফ্লপ। কেপটাউন টেস্টে দু’ইনিংস মিলিয়ে মোট ২১ রান করেছেন রোহিত। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে রোহিতের সংগ্রহ ৫৭।
প্রথম টেস্টে অসফল হওয়ার পরই রোহিতের পরিবর্তে বিদেশের মাটিতে ভাল ফল করা অজিঙ্ক রাহানেকে দলে নেওয়ার বিষয়ে সওয়াল করতে থাকেন ভারতীয় সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় টিম ম্যানেজমেন্ট এবং দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দেন সমর্থকরা। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টে রাহানের দলে ঢোকা এক প্রকার নিশ্চিত।