Advertisement
E-Paper

শিশির সমস্যার মধ্যে সিরিজ জয়ই লক্ষ্য বিরাট বাহিনীর

দ্বিতীয় ওয়ান ডে খেলতে ওড়িশা পৌঁছে গেল টিম ইন্ডিয়া। হোটেল সমস্যায় রবিবার পুণেতে ম্যাচ হয়ে গেলেও দু’দিন আটকে থাকতে হয়েছিল দুই দলকে। ভুবনেশ্বরে যে হোটেলে থাকার কথা ভারতীয় দলের সেই পুরোটাই বিয়ের জন্য আগে থেকেই ভাড়া হয়ে গিয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ১৯:২০
পুণের এয়ারপোর্টে ভারতীয় দল। বুধবার কটকে দ্বিতীয় ওয়ান ডে খেলতে ইতিমধ্যেই পৌছে গিয়েছে দল। ছবি: টুইটার।

পুণের এয়ারপোর্টে ভারতীয় দল। বুধবার কটকে দ্বিতীয় ওয়ান ডে খেলতে ইতিমধ্যেই পৌছে গিয়েছে দল। ছবি: টুইটার।

দ্বিতীয় ওয়ান ডে খেলতে ওড়িশা পৌঁছে গেল টিম ইন্ডিয়া। হোটেল সমস্যায় রবিবার পুণেতে ম্যাচ হয়ে গেলেও দু’দিন আটকে থাকতে হয়েছিল দুই দলকে। ভুবনেশ্বরে যে হোটেলে থাকার কথা ভারতীয় দলের সেই পুরোটাই বিয়ের জন্য আগে থেকেই ভাড়া হয়ে গিয়েছিল। এমনিতেই কটকে খেলা হলেও সেখানে কোনও ভাল হোটেল না থাকায় ভুবনেশ্বরেই রাখা হয় দলগুলিকে। সেখানেও একটিই ভাল হোটেল। এমন অবস্থায় ম্যাচের আগের দিন ওড়িশা পৌঁছল দুই দল। তার পর অনুশীলন। কিন্তু দু’পক্ষকেই ভাবাচ্ছে আবহাওয়া। ডিউ ফ্যাক্টর হয়ে যেতে পারে। দুপুর ১.৩০এ খেলা শুরু হবে। বিকেল ৫.৩০ থেকেই শুরু হয়ে যায় শিশির। শেষ এই মাঠে ওয়ান ডে হয়েছে ২০১৪ সালে। যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ৩৬৩/৫ রানের ইনিংস খেলেছিল।

আরও খবর দ্রুত রান নিতে কোহালির মেনুতে বাদ বাটার চিকেন মটন রোল প্রথম ওয়ান ডেতে পুণের মাঠে ৩৫০ রান তাড়া করে জিতেছে ভারত। যদিও দুই জায়গার আবহাওয়া ও পিচের মধ্যে অনেক পার্থক্য। ৬৩ রানে চার উইকেট পরে যাওয়ার পর সেখান থেকে ভারতীয় দলকে টেনে তুলে জয়ের মুখ দেখিয়েছেন বিরাট কোহালি ও কেদার যাদব। এ বারও যে সেই ঘটনার অ্যাকশন রি প্লে দেখা যাবে এমনটা নয়। বরং বোলারদের পারফর্মেন্স ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বল হাতে প্রথম ম্যাচে সকলেই ফ্লপ। ব্যাটিং যে সব সময় বোলিংয়ের খামতিগুলো ঢেকে দেবে এমনটাও হবে না। বিশেষ করে এই ট্র্যাকে পরীক্ষার সামনে পড়তে হবে ব্যাটসম্যানদের। পূর্ব ভারতের এই সময়ের আবহাওয়ায় পিচ অনেকটাই ফ্ল্যাট আর ঝুকিপূর্ণ। বিশেষ করে বিকেলের পর থেকে। যেটা বোলারদের সমস্যায় ফেলবে।

প্রথম ওয়ান ডেতে পুণের মাঠে ৩৫০ রান তাড়া করে জিতেছে ভারত। যদিও দুই জায়গার আবহাওয়া ও পিচের মধ্যে অনেক পার্থক্য। ৬৩ রানে চার উইকেট পরে যাওয়ার পর সেখান থেকে ভারতীয় দলকে টেনে তুলে জয়ের মুখ দেখিয়েছেন বিরাট কোহালি ও কেদার যাদব। এ বারও যে সেই ঘটনার অ্যাকশন রি প্লে দেখা যাবে এমনটা নয়। বরং বোলারদের পারফর্মেন্স ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বল হাতে প্রথম ম্যাচে সকলেই ফ্লপ। ব্যাটিং যে সব সময় বোলিংয়ের খামতিগুলো ঢেকে দেবে এমনটাও হবে না। বিশেষ করে এই ট্র্যাকে পরীক্ষার সামনে পড়তে হবে ব্যাটসম্যানদের। পূর্ব ভারতের এই সময়ের আবহাওয়ায় পিচ অনেকটাই ফ্ল্যাট আর ঝুকিপূর্ণ। বিশেষ করে বিকেলের পর থেকে। যেটা বোলারদের সমস্যায় ফেলবে।

আরও খবর দ্রুত রান নিতে কোহালির মেনুতে বাদ বাটার চিকেন মটন রোল

কিন্তু এই পিচে বড় রান তাড়া করাটা ততটাও সমস্যা নয়। লড়াই ভাল হওয়ারই সম্ভাবনা রয়েছে। তাই টস জিতে প্রথমে ফিল্ডিংই নেবে দল। যদিও রবিচন্দ্রন অশ্বিন বল হাতে পুরো পুরি ফ্লপ। ভারতের পুরো বোলিং ডিপার্টমেন্টই স্ট্রাগল করেছে শেষ ম্যাচে। ভারতের জয় আর হারের মধ্যে পার্থক্য করে দিয়েছে ব্যাটিং। কটকেও প্রথম বল করে রান চেস করার চিন্তা-ভাবনা রাখাই শ্রেয়। কিন্তু প্রতিপক্ষকে কম রানে আটকাতে হবে। তিন ম্যাচের সিরিজ বৃহস্পতিবারই জিতে নিতে চাইছে ভারতীয় দল। শুধু ফর্মটা ধরে রাখতে হবে।

Virat Kohli Mahendra Singh Dhoni Kedar Yadav India Vs England
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy