Advertisement
E-Paper

শুভমনকে ওপেনার চান বেঙ্গসরকর, মদনলাল

প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর ও প্রাক্তন মিডিয়াম পেসার মদনলাল জানিয়ে দিলেন, ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তাঁদের পছন্দ শুভমন গিল।

ইন্দ্রজিৎ সেনগুপ্ত 

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৫:২৩
পরামর্শ: রাহানের উপরে আস্থা মদনলাল-বেঙ্গসরকরের। ফাইল চিত্র

পরামর্শ: রাহানের উপরে আস্থা মদনলাল-বেঙ্গসরকরের। ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়েই সব চেয়ে বেশি কৌতূহলী সমর্থকেরা। ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দু'দলের ফল ১-১। টেস্ট সিরিজ সেই পরিসংখ্যানে টাইব্রেকার হয়ে দাঁড়াতে পারে। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

রোহিত শর্মার অনুপস্থিতিতে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন কে করবেন? বিরাট কোহালি প্রথম টেস্টের পরে ফিরে আসছেন, তাঁর জায়গায় চার নম্বরে কে নামবেন? যশপ্রীত বুমরা, মহম্মদ শামির সঙ্গে কে হবেন তৃতীয় পেসার? কে-ই বা দস্তানা হাতে উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন?

প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর ও প্রাক্তন মিডিয়াম পেসার মদনলাল জানিয়ে দিলেন, ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তাঁদের পছন্দ শুভমন গিল। বিরাট ফিরে আসার পরে চার নম্বরে অজিঙ্ক রাহানেকেই এগিয়ে রাখছেন তাঁরা। শনিবার গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে ঋষভ পন্থের ঝোড়ো সেঞ্চুরি সত্ত্বেও তাঁরা চান, দায়িত্ব সামলান ঋদ্ধিমান সাহা। তৃতীয় পেসার বেছে নেওয়ার সিদ্ধান্তেই দু'জনের মতের অমিল। বেঙ্গসরকর চান, উমেশ যাদবকে নেওয়া হোক শামি, বুমরার সঙ্গে। মদনের পছন্দ মহম্মদ সিরাজ। কারণ তাঁর হাতে সুইং আছ। সদ্য পিতৃহারা সিরাজ নিশ্চয়ই চাইবেন দক্ষতা দিয়ে ক্রিকেটবিশ্বকে প্রমাণ করতে, তিনি কতটা লড়াই করেছেন এই জায়গা পাওয়ার জন্য।

শনিবার সন্ধ্যায় আনন্দবাজারকে ফোনে বেঙ্গসরকর বলছিলেন, "অস্ট্রেলিয়ায় এমন ওপেনার প্রয়োজন, শুরুতে বিপক্ষকে যে আক্রমণ করতে পারবে। এক বার বিপক্ষকে নিজেদের উপরে চাপতে দিলে, ওরা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। আমার পছন্দ মায়াঙ্ক ও শুভমন। পৃথ্বী একেবারেই ছন্দে নেই। সেই আইপিএল থেকে দেখছি, রান পাচ্ছে না। মায়াঙ্ক ও শুভমন দু'জনেই রানের মধ্যে রয়েছে। আজ দু'জনেই হাফসেঞ্চুরি করেছে।" মদনের ব্যাখ্যা, "শুভমনও কিন্তু রোহিতের মতো ডাকাবুকো। একজন ওপেনারের এই আচরণটাই জরুরি।"

প্রথম টেস্টে চার নম্বরেই হয়তো নামবেন বিরাট। সে ক্ষেত্রে অজিঙ্ক রাহানে হয়তো ব্যাট করবেন পাঁচে। কিন্তু প্রথম টেস্টের পরে বিরাট দেশে ফিরছেন। শেষ তিনটি টেস্টে কে সামলাবেন বিরাটের দায়িত্ব? বেঙ্গসরকরের সাফ উত্তর, "লাল বলের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে রাহানে। শেষ তিনটি টেস্টও লাল বলে। বিরাটের অনুপস্থিতিতে চার নম্বরে ওরই দায়িত্ব নেওয়া উচিত।" মদনলালও বলে দিলেন, "হনুমা বিহারীও খারাপ ব্যাটসম্যান নয়। কিন্তু চার নম্বরে ইনিংস গড়ার দায়িত্ব সহজ নয়। রাহানের মতো অভিজ্ঞ একজনই পারবে এই দায়িত্ব নিতে।"

তৃতীয় পেসারের ভূমিকা নিয়ে যদিও একমত নন দু'জনে। বেঙ্গসরকর বললেন, "উমেশ অভিজ্ঞ পেসার। অস্ট্রেলিয়ায় বল করার অভিজ্ঞতা আছে। তৃতীয় পেসার হিসেবে ওকেই বেছে নেওয়া উচিত।" মদনের যদিও ব্যাখ্যা, "এত দিনেও ভারতীয় দলে জায়গা পাকা করতে পারল না উমেশ। বুমরাদের সঙ্গে সিরাজকে দেখতে চাই। ওর হাতে সুইং আছে। বাবার মৃত্যুর পরে নিজেকে প্রমাণ করার জন্য হয়তো মরিয়া থাকবে। ওর মধ্যে এই জমে ওঠা বারুদের সদ্ব্যবহার করুক বিরাট। আমি নিশ্চিত, ফল খারাপ হবে না।"

দস্তানা হাতে যদিও ঋদ্ধিকেই দেখতে চান বিশ্বকাপ জয়ী দুই তারকা। তাঁদের ব্যাখ্যা, "পন্থকে নিউজ়িল্যান্ডে খেলানোর ফল তো নিশ্চয়ই মধুর নয়। তা ছাড়া ঋদ্ধির মতো উইকেটকিপার বিশ্বে নেই। ব্যাট হাতেও পন্থের চেয়ে অনেক বেশি দায়িত্ববান। নিঃসন্দেহে ঋদ্ধি প্রথম পছন্দ হওয়া উচিত।"

১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিনরাতের টেস্ট দিয়ে শুরু হচ্ছে মহারণ। যেখানে ভারতের সামনে সিরিজ ধরে রাখার লড়াই। অস্ট্রেলিয়া খুঁজবে প্রতিশোধের গন্ধ।

Dilip Vengsarkar Madan Lal Shubman Gill India vs Australia Test series Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy