জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকেই ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডেকে নেওয়া হল দীনেশ কার্তিককে।
দ্বিতীয় টেস্টের আগে গত ১১ জানুয়ারি অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ঋদ্ধি। এর এই চোটের কারণেই দ্বিতীয় টেস্টে নামতে পারননি ঋদ্ধিমান। তাঁর পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয় পার্থিব পটেলকে। তবে, এখনও পর্যন্ত পার্থিবের পারফরম্যান্স আহামরি কিছু নয়।
তবে, তৃতীয় টেস্টে পার্থিবের পরিবর্তে যদি খেলার সুযোগ পান কার্তিক তা হলে ২০১০-এর পর আবার ভারতের হয়ে টেস্ট সার্কিটে নামার সুযোগ পাবেন তিনি। ২০১০ এর ১৭ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে শেষ টেস্ট খেলেছিলেন এই উইকেটরক্ষক। এখনও পর্যন্ত কেরিয়ারে ২৩টি টেস্ট খেলেছেন কার্তিক। ২৩ টেস্টে কার্তিকের সংগ্রহ ১ হাজার রান, গড় ২৭.৭৮। টেস্টে একটি শতরানও আছে কার্তিকের।