Advertisement
০৮ মে ২০২৪

পুজোর আগেই কলকাতায় দীপা

তাঁর নিজের নামে নতুন ভল্ট জিমন্যাস্টিক্স দুনিয়ায় আনতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিও থেকে দেশে ফিরেই। এ সবের মাঝে পুজোর আগেই শহরে আসছেন অলিম্পিয়ান দীপা কর্মকার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৩
Share: Save:

তাঁর নিজের নামে নতুন ভল্ট জিমন্যাস্টিক্স দুনিয়ায় আনতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিও থেকে দেশে ফিরেই। এ সবের মাঝে পুজোর আগেই শহরে আসছেন অলিম্পিয়ান দীপা কর্মকার। তবে সেটা জিমন্যাস্টিক্সের জন্য নয়। সল্টলেকের এফডি ব্লক দূর্গাপুজা কমিটির থিম উদ্বোধন করতে। ১৮ সেপ্টেম্বর, রবিবার দীপার সঙ্গেই শহরে আসছেন তাঁর কোচ বিশ্বশ্বর নন্দীও। পুজো কমিটির তরফে সভাপতি প্রদীপ সেনগুপ্ত কলকাতা ক্রীড়াসাংবাদিক ক্লাবে মঙ্গলবার জানিয়েছেন, দীপার হাত দিয়েই ওই দিন প্রকাশ হবে এফডি ব্লকের এ বারের পুজোর থিম। যে মঞ্চে দীপার সঙ্গে হাজির থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। অনুষ্ঠানে সোনার মুকুট পরিয়ে দীপাকে জমকালো সংবর্ধনাও দেওয়া হবে বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা। এ ছাড়াও দীপার দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীকেও সে দিন সম্মানিত করা হবে স্মারক ও উত্তরীয় পরিয়ে। শুধু তাই নয়, দীপার হাত দিয়েই ওই দিন রিও অলিম্পিক্স কভার করে আসা কলকাতার ছয় ক্রীড়া সাংবাদিককেও সম্মানিত করবেন সংশ্লিষ্ট পুজো কমিটির কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dipa Karmakar Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE