ফিডে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন ভারতের দিব্যা দেশমুখ। কনেরু হাম্পির পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। কোয়ার্টার ফাইনালে দিব্যা হারিয়েছেন ভারতেরই আর এক দাবাড়ু হারিকা দ্রোণাভল্লিকে।
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দিব্যা এবং হাম্পির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টাইব্রেকার পর্যন্ত লড়াই হয়েছে। প্রথম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। দ্বিতীয় গেমে সাদা ঘুঁটি ছিল হারিকার। দু’টি গেমই ড্র হয়। দু’টি গেমের পর ভারতের দুই দাবাড়ুর পয়েন্ট ছিল ১। সেমিফাইনালিস্ট বেছে নেওয়ার জন্য হয় টাইব্রেকার। তাতে জয় পান দিব্যা। সেমিফাইনালে দিব্যার প্রতিপক্ষ চিনের তান ঝোংগি। তিনি ভারতের আর বৈশালীকে ১.৫-০.৫ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছেন। মঙ্গলবার ভারতীয় সময় বিকাল ৪টেয় শুরু হবে সেমিফাইনালের প্রথম গেম।
আরও পড়ুন:
প্রতিযোগিতার অন্য সেমিফাইনালেও ভারত-চিন লড়াই। সেই ম্যাচে হাম্পির প্রতিপক্ষ লেই তিংজি। এই বিশ্বকাপের সেরা তিন খেলোয়াড় ২০২৬র ক্যান্ডিডেটসে যোগ্যতা অর্জন করবেন। ভারতের দুই দাবাড়ু সেমিফাইনালে ওঠায় একটি জায়গা নিশ্চিত।