Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Novak Djokovic

সুমো কুস্তিগিরের সঙ্গে লড়লেন জোকোভিচ, এই ভিডিয়ো দেখলে আপনিও না হেসে পারবেন না

সার্বিয়ান তারকার শক্তির সঙ্গে তখন কেউ এঁটেই উঠতে পারেন না। কুস্তির রিংয়ে উলটপুরাণ।

অন্য কোর্টে জোকার। লড়ছেন সুমো কুস্তিগিরের সঙ্গে।

অন্য কোর্টে জোকার। লড়ছেন সুমো কুস্তিগিরের সঙ্গে।

সংবাদ সংস্থা
টোকিও শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০২
Share: Save:

টেনিস কোর্টে তাঁর র‌্যাকেট গিটারের সুর তোলে। ম্যারাথন র‌্যালি জিততে তাঁর জুড়ি মেলা ভার। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ এ বার অন্য কোর্টে। তাঁর বিরুদ্ধে নেই কোনও রজার ফেডেরার বা রাফায়েল নাদাল। তাঁদের পরিবর্তে সার্বিয়ান মহাতারকা লড়ছেন বিশালাকায় এক জাপানি সুমো কুস্তিগিরের বিরুদ্ধে। এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সুমো পালোয়ানকে প্রাণপনে ঠেলেও নড়াতে পারছেন না সার্বিয়ান তারকা। আর সেই ভিডিয়ো দেখার পরে জোকার-ভক্তরা হেসে কুটিপাটি।

বিশালদেহী সুমো কুস্তিগিরের সামনে জোকোভিচকে নেহাতই শক্তিহীন দেখাচ্ছিল। অথচ অস্ট্রেলিয়ান ওপেন বা উইম্বলডনের কোর্টে এই ‘জোকার’ই যেন ‘দৈত্য’। তিনি ম্যাচ টেনে নিয়ে যান পাঁচ সেটে। তখন তাঁর দারুণ এনার্জি! মারাত্মক স্ট্যামিনা!

সার্বিয়ান তারকার শক্তির সঙ্গে তখন কেউ এঁটেই উঠতে পারেন না। কুস্তির রিংয়ে উলটপুরাণ। দারুণ শক্তির অধিকারী সুমো কুস্তিগির দুবলা-পাতলা জোকারকে নিয়ে মজা করলেন। জাপানি পালোয়ানের বিরুদ্ধে রীতিমতো ঘাম ঝরিয়ে ওঠার পরে জোকোভিচ বলেছেন, ‘‘আমার মনে হয় ওদের (সুমো কুস্তিগির) সামনে আমি একেবারেই বেমানান। ওজন আরও কিছুটা বেশি হলে আমিও ওদের সঙ্গে লড়তে পারতাম।’’

আরও পড়ুন: এই বক্তৃতা শুনেই মুগ্ধ মোদী, কী বলেছিলেন মেদভেদেভ...

আরও পড়ুন: জাতীয় দলে কার আসা উচিত বলে সওয়াল করলেন হরভজন?​

জোকারের ওজন এখন ৮০। তাঁর মতে, আরও তিন গুণ ওজন বেশি হলে তিনিও এই কুস্তি লড়তে পারতেন। কোর্টে জোকোভিচের ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। কেরিয়ারের গোড়ার দিকে পেটের অসুখে ভুগতেন। যত দিন এগিয়েছে জোকোভিচ ততই নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। তাঁর ফিটনেস এখন ঈষর্ণীয়। সুমো কুস্তিগিরদের সঙ্গে লড়ার পরে ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক বলছেন, ‘‘ওরা কতটা নমনীয় সেটা না দেখলে বুঝতেই পারতাম না। এরকম একটা হেভিওয়েট স্পোর্টসে কেউ যে এতটা নমনীয় হতে পারে, তা আমার চিন্তার অতীত ছিল।’’

জাপান ওপেন খেলার জন্য সে দেশেই এখন জোকার। টুর্নামেন্ট খেলতে খেলতেই সুমো পালোয়ানদের আখড়ায় চলে এসেছিলেন তিনি। ছোটবেলায় তাঁর বাবার সঙ্গে বসে প্রাক্তন সুমো কুস্তিগির আকিবোনোর বহু লড়াই দেখেছেন জোকোভিচ। স্মৃতিচারণ করে তিনি বলছিলেন, ‘‘বাবার সঙ্গে ফোনে কথা হচ্ছিল। বাবাকে বলছিলাম, সুমো কুস্তিগিরের সঙ্গে দেখা করতে যাব।’’ ছোটবেলায় বাবার সঙ্গে বসে যে লড়াই উপভোগ করেছিলেন, এ বার নিজেই নেমে পড়লেন তাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Novak Djokovic Wrestler Sumo Wrestler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE