Advertisement
১৯ মে ২০২৪

ক্লার্কের অবসর, অ্যাসেজে লজ্জার হার অস্ট্রেলিয়ার

আড়াই দিনও গড়াল না ট্রেন্টব্রিজ টেস্ট। ইনিংস এবং ৭৮ রানে হারল ক্লার্কের অস্ট্রেলিয়া। এবং ৩-১ ফলে এগিয়ে গিয়ে অ্যাসেজ নিজেদের দখলেই রাখল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্রডের হাতে নাকানি চোবানি খাওয়ার পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ল বেন স্টোকসের হাতে।

বিদায় টেস্ট ক্রিকেট। ছবি: রয়টার্স।

বিদায় টেস্ট ক্রিকেট। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ১৬:০৪
Share: Save:

আড়াই দিনও গড়াল না ট্রেন্টব্রিজ টেস্ট। ইনিংস এবং ৭৮ রানে হারল ক্লার্কের অস্ট্রেলিয়া। এবং ৩-১ ফলে এগিয়ে গিয়ে অ্যাসেজ নিজেদের দখলেই রাখল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্রডের হাতে নাকানি চোবানি খাওয়ার পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ল বেন স্টোকসের হাতে। আর অ্যাসেজে হারের ধাক্কায় টেস্ট ক্রিকেট থেকেই অবসর নিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। আগামী ওভাল টেস্টই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট।

অ্যাসেজে অস্ট্রেলিয়ার লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। কেউ বলছেন বাদ দেওয়া উচিত দলের গোটা আটেক ক্রিকেটারকে, কেউ বলছেন বাদ দেওয়া উচিত খোদ অধিনায়ককেই। আর এ সব বিতর্ক হঠাত্ করেই যেন কাছাকাছি এনে ফেলল ভারত এবং অস্ট্রেলিয়াকে। গত গ্রীষ্মে ইংল্যান্ড থেকে হেরে ফেরার পর বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল, বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী-বান্ধবীরা থাকতে পারবেন না। যার ‘সুবাদে’ চলতি শ্রীলঙ্কা সফরে অনুষ্কাদের ছাড়াই যেতে হয়েছে বিরাটদের। আর এ বার অ্যাসেজে খাদের কিনারায় দাঁড়ানো অস্ট্রেলিয়ার জন্যও একই দাওয়াইয়ের নিদান দিয়েছেন ইয়ান হিলির মতো প্রাক্তনীরা।


নিশানায় যাঁরা। অস্ট্রেলীয় ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীরা।

ব্যাটিং থেকে বোলিং সব ক্ষেত্রেই দশ গোল খাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটারদের মনঃসংযোগ নষ্টের জন্য সরাসরি তাঁদের স্ত্রী এবং বান্ধবীদের দিকে আঙুল তুলেছেন প্রাক্তন উইকেটরক্ষক ইয়ান হিলি। তাঁর দাবি, “সঙ্গে বউ আর বান্ধবী রাখাতেই এই হাল। ক্রিকেটারদের মনঃসংযোগটাই নষ্ট হয়ে গিয়েছে।” হিলির কথায় যেন মাস কয়েক আগের বিসিসিআইয়ের সুর। ইংল্যান্ড সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর ভারতীয় বোর্ডের এক কর্তা বলেছিলেন, “এই সফর আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা নিশ্চিত, বান্ধবী এবং বউদের থাকার জন্যই মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছে। এর পর থেকে বিদেশ সফরে ক্রিকেটারদের একা যাওয়ার নির্দেশ দেব আমরা।” এর পরেই চলতি শ্রীলঙ্কা সফরে একাই যেতে হয় বিরাটদের।

হিলির প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়া মানবে কি না তা এখনও নিশ্চিত না হলেও ট্রেন্টব্রিজ উত্তর অস্ট্রেলীয় ক্রিকেট কিন্তু বড়সড় রদবদল হতে বাধ্য।

এই সংক্রান্ত আরও খবর...
বাদ দেওয়া উচিত দলের আট জনকে: পন্টিং

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE