ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল কলকাতা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মেগা ম্যাচে ইংল্যান্ডের ৫-২ গোলে জয়ের সাক্ষী থাকল যুবভারতী। দু’গোল হজম করে কী ভাবে ফাইনালের মত ম্যাচে ফিরে আসা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইংল্যান্ডের যুব দল। প্রথমার্ধের ম্যাচ শেষে স্পেনের পক্ষে খেলার ফল ছিল ২-১। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খোলস ছেড়ে বেড়ায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে স্পেনের জালে চার বার বল জড়ায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের খেলা দেখে খুশি ভারতের প্রাক্তন দুই ফুটবলার বিদেশ বসু এবং মানস ভট্টাচার্য।
এ দিন ম্যাচ শেষে বিদেশ বসু বলেন, “শুধু দৌড়েই নয়, স্কিল এবং পাওয়ার দু’টিতেই স্প্যানিস টিমকে বিপাকে ফেলেছে ইংল্যান্ড দল। উচ্চতাতেও টেক্কা দিয়েছে ইংল্যান্ড।”