শনিবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান সচিন তেন্ডুলকর। এই খবর জানার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুগামী ও সতীর্থরা। মাস্টার ব্লাস্টার্সের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন হরভজন সিংহ। তিনি লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ পাজি।’ তাঁর দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছে বিসিসিআইও।
পাকিস্তান থেকে টুইট করেছেন ক্রিকেট অনুরাগী চাচাও। সচিনের সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ চ্যাম্পিয়ন।’
শনিবার নেটমাধ্যমে সচিন লেখেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন’।
সুস্থতার কামনায় টুইট করেছেন ইরফান পাঠান, যুজবেন্দ্র চহাল, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঠান লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’
Get well soon paaji
— Irfan Pathan (@IrfanPathan) March 27, 2021
On behalf of the Royal Challengers family, we wish you a very speedy recovery, Sachin! 🙏
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2021
Get well soon, Sachin. Wishing you a speedy recovery 😇
— Mumbai Indians (@mipaltan) March 27, 2021
Get well soon sir
— Yuzvendra Chahal (@yuzi_chahal) March 27, 2021