হিরো ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের প্রথম জয় পাওয়ার পর জামশেদপুর এফসি এখন আত্মবিশ্বাসে টগবগে। স্টিভ কোপেলের ফুটবলাররা চারটি ম্যাচে এখনও একটিও গোল খায়নি। ওদের রক্ষণ পেরিয়ে গোল করা দুষ্কর!
কিন্তু, রবিবার তাদের সামনে অন্য চালেঞ্জ। এফসি পুণে সিটির বিরুদ্ধে খেলা। ওদের স্ট্রাইকাররা গোল করছেন কিন্তু ইচ্ছেমতো!
ইংরেজ কোচ কোপেল জানেন, বিপক্ষের আক্রমণ ভাগের ফুটবলারদের দক্ষতার কথা। শনিবার সাংবাদিক সম্মেলনে কোপেল বলেন, ‘‘সেরা দলগুলোর মধ্যে পুণে অবশ্যই অন্যতম। প্রতিযোগিতার অন্যতম সেরা দুই স্ট্রাইকার ওদের। মার্সেলিনি ও এমিলিয়ানো আলফারো গত বারও খুবই ভাল খেলেছিল। দু’জনের জুটিও দুর্ধর্ষ। কঠিন পরীক্ষা হবে আমাদের।’’ তিনি আরও জানান, আনাস এডাথোডিকা খেলতে পারবেন না আরও কিছু দিন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলার দিন চোট পেয়েছিলেন আনাস। কোচের কথায়, ‘‘হ্যাঁ, চোট পেয়েছে, আমাদের সঙ্গে নেই-ও এখন। বিশেষজ্ঞের কাছে ফিজিওথেরাপি করছে। এখন দলের সঙ্গে ঘুরছে না কারণ, ঘুরতে ঘুরতে চোট আরও বেড়ে যাক, আমরা কেউই চাইছি না।’’