এটিকে মোহনবাগান ৫ (কাউকো ২, মনবীর ২, উইলিয়ামস)
ব্লু স্টার এসসি ০
শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে যতটা দুর্বল, ঠিক ততটাই যেন দুর্বল শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি। এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ দল কোনও প্রতিরোধই গড়তে পারল না। সবুজ-মেরুন জিতল ৫-০ ব্যবধানে। জোড়া গোল করলেন জনি কাউকো এবং মনবীর সিংহ। গোল না করলেও গোটা ম্যাচে অনবদ্য খেললেন হুগো বুমোস। আগামী ১৯ এপ্রিল প্রাক যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে আবাহনী ঢাকার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।
ব্লু স্টার দুর্বল হলেও এটিকে মোহনবাগান কোনও ভাবেই শ্রীলঙ্কার প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে চায়নি। তাই ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে যাচ্ছিল তারা। পাঁচ মিনিটেই ডেভিড উইলিয়ামস একটি সহজ সুযোগ নষ্ট করেন। এর সাত মিনিট পরে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্লু স্টারের সামনে। কিন্তু তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি।
এর পর একতরফা ম্যাচ নিয়ন্ত্রণ করল এটিকে মোহনবাগানই। ১৮ মিনিটে এগিয়ে যেতে পারত এটিকে মোহনবাগান। ডান দিক মনবীরের বাড়ানো নিখুঁত ক্রস পা ঠেকালেই গোল পেতেন কিয়ান নাসিরি। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল ২৪ মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে একার দক্ষতায় বল নিয়ে বক্সে উঠে এসেছিলেন বুমোস। তাঁর শট আটকে দেন ব্লু স্টার ডিফেন্ডাররা। ফিরতি বল বুক দিয়ে নামিয়ে শট করেছিলেন মনবীর। সেটিও আটকে যায়। সেই বল যায় জনি কাউকোর কাছে। ঠান্ডা মাথায় বল জালে জড়ান ফিনল্যান্ডের ফুটবলার।