যুবভারতীতে আবার ফিরল দর্শক। মঙ্গলবার এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জনের ম্যাচে এটিকে মোহনবাগান বনাম ব্লু স্টার এসসি-র ম্যাচে গ্যালারিতে দেখা গেল সবুজ-মেরুন আবেগ। গত দু’বছর ধরে অতিমারির কারণে যা দেখা যায়নি। কিন্তু চেষ্টা করেও এই ম্যাচে সবুজ-মেরুন জনতার প্রতিবাদ আটকানো যায়নি। নামের আগে ‘এটিকে’ শব্দ সরানোর জন্য মোহনবাগান জনতা যে ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার প্রতিফলন দেখা গেল এই ম্যাচেও। যদিও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আগেই জানিয়েছিলেন, এটিকে নাম থাকা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলবেন তাঁরা।
এ দিন বিকেল থেকেই সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছিল। ৩৩ হাজার দর্শকের জন্য টিকিট ছাড়া হয়েছিল। তবে এত সমর্থক মাঠে আসেননি। ম্যাচের আগে দুই দল সারি দিয়ে দাঁড়ানোর সময়েই গ্যালারিতে ব্যানার ঝোলাতে থাকেন সমর্থকরা। একটি বড় টিফো ঝোলানো হয়। এ ছাড়া বিভিন্ন ব্যানারের কোনওটিতে লেখা, ‘আমরা সমর্থক, ক্রেতা নই।’ কোনওটিতে আবার লেখা, ‘আমাদের মোহনবাগান ফিরিয়ে দাও।’ টিফো, ব্যানার নিষিদ্ধ থাকা সত্ত্বেও তা আটকানো যায়নি।