Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Mukesh Ambani

ইংল্যান্ডের লিভারপুলের পর এ বার আর্সেনাল কেনার জন্য আগ্রহী মুকেশ অম্বানী

লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মুকেশ অম্বানী। লিভারপুলের মালিক আমেরিকার এফএসজি। তারা ক্লাব বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মুকেশ অম্বানী।

লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মুকেশ অম্বানী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৩:২৯
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাব কেনার ব্যাপার আগ্রহী মুকেশ অম্বানী। এর আগে লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন ভারতের এই কোটিপতি ব্যবসায়ী। এ বার মুকেশ আর্সেনাল কিনতে পারেন বলে জানিয়েছে এক সংবাদমাধ্যম।

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, মুকেশ অম্বানীর ছেলে আকাশ আর্সেনালের ভক্ত। ছেলের ইচ্ছেতেই লন্ডনের ক্লাব কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য মিরর’ জানিয়েছিল যে, লিভারপুল কেনার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশ। তাঁর স্ত্রী নীতা অম্বানী এবং ছেলেকে প্রতি ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতে দেখা যায়। অন্য দিকে, আইএসএল যারা চালায়, সেই ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডেরও মালিক অম্বানীর সংস্থা। ফলে খেলাধুলোর দল কেনা অম্বানীর কাছে নতুন কোনও বিষয় নয়।

আর্সেনালের আগে লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মুকেশ অম্বানী। লিভারপুলের মালিক আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। তারা ক্লাব বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন সংস্থার দরজায় দরজায় ঘুরছে। তাতেই মুকেশ আগ্রহ দেখিয়েছিলেন। ৪ বিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকা) লিভারপুল বিক্রি করে দিতে পারে এফএসজি। শেয়ার নয়, সরাসরি ক্লাব বিক্রি করার দিকেই আগ্রহ দেখিয়েছিল তারা।

সেই ক্লাব মুকেশ অম্বানী কিনতে পারেন বলে জানা গেলেও এখনও পর্যন্ত চুক্তি হয়নি। এ বার লিভারপুল নয়, আর্সেনাল কেনার ব্যাপারে ভারতের কোটিপতি ব্যবসায়ী আগ্রহী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE