৪০ বছর বয়সেও থামছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে থামাতে পারছে না কোনও দলের রক্ষণ। আল নাসেরের হয়ে প্রাক্-মরসুম প্রস্তুতি চলাকালীন ছন্দে রয়েছেন রোনাল্ডো। টানা সাত ম্যাচে গোল করেছেন তিনি। এই সাত ম্যাচে ১০ গোল করেছেন সিআর৭। আগের ম্যাচে হ্যাটট্রিকের পর স্পেনের আমেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি। তাঁকে দেখে উত্তাল হয়েছে স্টেডিয়াম। তার পরেও খেলা শেষ হতাশ হতে হয়েছে রোনাল্ডোকে।
আল নাসেরের হয়ে শেষ দুটো ম্যাচে পাঁচ গোল করেছেন রোনাল্ডো। স্পেনের পাওয়ার হর্স স্টেডিয়ামে আমেরিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল আল নাসের। ওপেন প্লে থেকে গোল করে সমতা ফেরান রোনাল্ডো। পরে পেনাল্টি থেকে গোল করে তিনি এগিয়েও দেন নাসেরকে। আমেরিয়া রোনাল্ডোর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী। সেই কারণে এই জোড়া গোল আরও তৃপ্তি দিয়েছে তাঁকে।
আরও এক বার স্পেনের মাটিতে রোনাল্ডোকে দেখতে হাজির হয়েছিলেন ১৮,০০০-এর বেশি দর্শক। রোনাল্ডো যখন গোলের পর তাঁর স্বভাবসিদ্ধ উল্লাস করছেন, তখন স্টেডিয়াম জুড়ে ‘সিউ’ চিৎকার হচ্ছে। গোটা স্টেডিয়াম যোগ দিয়েছেন রোনাল্ডোর উল্লাসে। কিন্তু শেষ পর্যন্ত আমেরিয়ার কাছে ২-৩ গোলে হেরেছে আল নাসের। জোড়া গোল করেও দলকে জেতাতে পারেননি রোনাল্ডো। তাই খেলা শেষে তাঁকে দেখে বোঝা গিয়েছে যথেষ্ট হতাশ তিনি।
আরও পড়ুন:
সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে এটা রোনাল্ডোর তৃতীয় মরসুম। আগের দুই মরসুমে ভাল খেললেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। ফলে এই মরসুমের আগে তাঁর দল ছাড়ার জল্পনা শুরু হয়েছিল। তবে চুক্তি বাড়িয়েছেন রোনাল্ডো। আল নাসেরকে চ্যাম্পিয়ন করার চেষ্টা আরও এক বার করতে চান তিনি।
পর্তুগালের জার্সি গায়ে কয়েক মাস আগে নেশনস লিগ জিতেছেন রোনাল্ডো। ২০১৬ সালে ইউরো কাপের পর আবার কোনও আন্তর্জাতিক ট্রফি জিতেছে পর্তুগাল। আগামী বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডার মাটিতে ফুটবল বিশ্বকাপ। সেখানে রোনাল্ডো খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এখনও যে ভাবে তিনি একের পর এক গোল করে চলেছেন, তাতে আশায় বুক বাঁধছেন পর্তুগিজ সমর্থকেরা। বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে আরও এক বার সিআর৭-কে দেখতে চাইছেন তাঁরা।