বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে কি দেশের মাটিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিয়োনেল মেসি? সেই ম্যাচ খেলার পর মেসি কাঁদলেও তেমনটা মনে করেন না মেসির প্রাক্তন সতীর্থ তথা তাঁর ভাল বন্ধু অ্যাঙ্খেল দি মারিয়া। তাঁর মতে, এখনও দেশের মাটিতে শেষ ম্যাচে খেলেননি লিয়োনেল মেসি। পাশাপাশি তাঁর দাবি, ২০২৬ সালের বিশ্বকাপেও মেসি খেলবেন।
‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, “লিয়ো এখনও অবসর নেয়নি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ও খেলেছে। কিন্তু এখনও বিশ্বকাপ খেলা বাকি। আর্জেন্টিনার মাটিতে আরও ম্যাচ খেলবে লিয়ো।”
আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ দেখতে যাননি দি মারিয়া। কেন যাননি সেই ব্যাখ্যাও দিয়েছেন গত কোপা আমেরিকা জিতে অবসর নেওয়া ফুটবলার। মেসি বলেন, “আমি জানি, এটা ওর শেষ ম্যাচ ছিল না। তাই আমি যায়নি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি জানি ও এখনও খেলবে।”
দি মারিয়ার মতে, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, মেসি পরের বছর বিশ্বকাপে খেলবেন। দেশের মানুষের জন্য খেলবেন তিনি। দি মারিয়া বলেন, “লিয়ো যে শারীরিক অবস্থাতেই থাকুক না কেন, যা-ই হয়ে যাক, ওকে বিশ্বকাপে খেলতেই হবে। দেশের মানুষের জন্য ওকে খেলতে হবে। যে ভাবে দিয়েগোকে (মারাদোনা) খেলতে হত। ও থাকলে দলের খেলা বদলে যায়।”
আরও পড়ুন:
ক্লাব ফুটবলে এখন ইন্টার মায়ামির হয়ে খেলেন মেসি। দি মারিয়া জানিয়েছেন, মেসির জন্যই আমেরিকার লিগ দেখা শুরু করেছেন তিনি। দি মারিয়া বলেন, “লিয়োর খেলা দেখে মনে হয় ও অন্য গ্রহ থেকে এসেছে। ও মানুষ নয়। ওকে খেলতে দেখার মজাই আলাদা। আগে মেজর লিগ সকার দেখতাম না। এখন পুরো মরসুমের টিকিট কেটে নিয়েছি। শুধু ওকে দেখব বলে।”
৩৮ বছর বয়সেও গোলের মধ্যে রয়েছেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে জোড়া গোল করেছেন। তাঁকে ঘিরেই আবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার সমর্থকেরা। সেই একই স্বপ্ন দেখছেন দি মারিয়াও।