Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Martinez on Messi

মেসির জন্য মোটেই বিশ্বকাপ জিততে চাইনি! আবার কী বিতর্ক বাড়ালেন মার্তিনেস?

বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসিকে নিয়ে যতটা চর্চা হয়েছে, তার থেকে কম চর্চা হয়নি মার্তিনেসকে নিয়ে। আর্জেন্টিনার গোলরক্ষক এখন বলছেন মেসির জন্য বিশ্বকাপ জেতেননি। কার জন্য জিতেছেন?

Picture of Lionel Messi and Emiliano Martinez

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই সেরা অস্ত্র। লিয়োনেল মেসি (বাঁ দিকে) ও এমিলিয়ানো মার্তিনেস। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ২২:৫০
Share: Save:

বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েছেন তিনি। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে নায়ক হয়ে উঠেছেন। বিশ্বকাপ জিতে লিয়োনেল মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছেন। অথচ সেই এমিলিয়ানো মার্তিনেসই নাকি বলছেন যে মেসির জন্য বিশ্বকাপ জিততে চাননি তিনি। কেন এমন বললেন আর্জেন্টিনার গোলরক্ষক?

আর্জেন্টিনার একটি রেডিয়ো চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেস বলেছেন, ‘‘আমার স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা। প্রথমে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। দেশবাসীর জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। সেই স্বপ্ন সত্যি হয়েছে।’’ তবে সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন। মার্তিনেস বলেছেন, ‘‘আগে দেশ, তার পরে মেসির জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। ও আর্জেন্টিনাকে এত কিছু দিয়েছে। এই সম্মান ওর প্রাপ্য।’’

বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে সাজঘরেই নাকি কেঁদে ভাসিয়েছিলেন মার্তিনেস। আসলে ফাইনালে নামার আবেগ ধরে রাখতে পারেননি তিনি। মার্তিনেস বলেছেন, ‘‘ফাইনালে নামার আগে আমি খুব কেঁদেছিলাম। সতীর্থদের বলেছিলাম, মাঠের ফলাফল যাই হোক না কেন এই ম্যাচ আমার কাছে থেকে কেউ কেড়ে নিতে পারবে না। নিজের সর্বস্ব দিয়ে খেলব।’’

বিশ্বকাপে প্রথমে নেদারল্যান্ডস ও পরে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে দলকে জিতিয়েছেন মার্তিনেস। এতটা আত্মবিশ্বাস কোথা থেকে এসেছিল তাঁর কাছে? আগের ম্যাচগুলিতে ভাল খেলায় ফাইনালে একটা বাড়তি সাহস তাঁর মধ্যে কাজ করছিল বলে জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। তিনি বলেছেন, ‘‘নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ভাল খেলায় একটা সাহস কাজ করছিল। সেই কারণেই কোলো মুয়ানির সেই শট বাঁচাতে পেরেছিলাম। আমি জানতাম হারব না। প্রথম থেকেই মনে হচ্ছিল বিশ্বকাপ আমরাই জিতব।’’

বিশ্বকাপ জিতলেও বার বার বিতর্কে জড়িয়েছেন মার্তিনেস। নেদারল্যান্ডসকে হারিয়ে তাদের কোচ লুইস ফান হালের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তিনি। বিশ্বকাপ জিতে সোনার গ্লাভস নিয়ে অশালীন ভঙ্গিতে উল্লাস করেন। পরে দেশে ফিরে কিলিয়ান এমবাপের পুতুল নিয়েও উল্লাস করতে দেখা যায় তাঁকে। বিতর্ক থেকে অবশ্য শিক্ষা নেননি মার্তিনেস। কারণ, কয়েক দিন আগে ঘরের মাঠে পানামার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ শেষে উল্লাস করতে গিয়ে একই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Emiliano Martínez Argentina Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE