Advertisement
০২ মে ২০২৪
FC Barcelona

FC Barcelona: বার্সেলোনা হেরেই চলেছে

গত রবিবার ঘরের মাঠে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন কোমান।

হতাশ সের্খিয়ো আগুয়েরো

হতাশ সের্খিয়ো আগুয়েরো ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৭:২৪
Share: Save:

লা লিগা

রায়ো ভায়োকানো ১ বার্সেলোনা ০

বার্সেলোনার দুঃসময় অব্যাহত। বুধবার রায়ো ভায়েকানোর কাছে ১-০ হারলেন সের্খিয়ো আগুয়েরোরা। পেনাল্টি নষ্ট করেন মেম্ফিস দেপাই।

ঘরের মাঠে ৩০ মিনিটে গোল করে ভায়েকানোকে এগিয়ে দেন রাদামেল ফালকাও। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু দেপাইয়ের পেনাল্টি কিক বাঁচিয়ে দেন ভায়েকানোর গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি। ১৯৮৭ সালের পরে এই প্রথমবার বাইরের মাঠে টানা তিনটি ম্যাচ বার্সা হারল কোনও গোল না করেই! ৩৪ বছর আগে এই হতাশাজনক ফলের জেরে বরখাস্ত হয়েছিলেন ম্যানেজার টেরি ভেনাবেলস। তবে রোনাল্ড কোমানের ভবিষ্যৎও সুরক্ষিত নয়।

গত রবিবার ঘরের মাঠে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন কোমান। তাঁর গাড়ি ঘিরে ধরেছিলেন বার্সা ভক্তরা। ভায়েকানোর কাছে হেরে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলে নবম স্থানে নেমে গেল যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FC Barcelona la liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE