গোলের পর লেয়নডস্কির উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
চার বছর পর আবার চ্যাম্পিয়ন্স লিগে স্বমহিমায় বার্সেলোনা। মঙ্গলবার রাতে তারা পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। পাঁচ বারের চ্যাম্পিয়নেরা ৩-১ গোলে হারিয়েছে নাপোলিকে। ফারমিন লোপেস, জোয়াও ক্যানসেলো এবং রবার্ট লেয়নডস্কি গোল করেছেন। দু’পর্ব মিলিয়ে ৪-২ জিতেছে বার্সেলোনা। প্রথম পর্বের খেলা ১-১ ড্র হয়েছিল।
গত দু’মরসুমে বার্সেলোনা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ২০১৯-২০ সালের পর আবার কোয়ার্টার ফাইনালে উঠল তারা। সে বার বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছিল। এ বার শেষ চারে দেখা যাবে কি না, তা সময়ই বলবে।
তবে বার্সেলোনার ফুটবলারেরা মুহূর্তটাকে উপভোগ করতে ছাড়ছেন না। মিডফিল্ডার সের্জি রবার্তো বলেছেন, “অসাধারণ একটা রাত। চার বছর ধরে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারিনি। অবশেষে আমরা যেখানে খেলার যোগ্য সেখানেই ফিরে এসেছি। এই মুহূর্ত উপভোগ করার মতোই।”
চলতি মরসুমে ট্রফি জয়ের জন্য চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার কাছে শেষ সুযোগ। তারা ইতিমধ্যেই কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের থেকে পিছিয়ে সাত পয়েন্টে। কোচ জ়াভি হার্নান্দেস আগেই বলেছেন, তিনি মরসুমের শেষে সরে যাবেন।
নাপোলিকে হারানোর পর জ়াভি বলেন, “দারুণ ম্যাচ খেললাম। অনেক সমালোচনা শুনতে হয়েছে। আজ আমরা দেখিয়ে দিয়েছি যে ইউরোপে লড়ার ক্ষমতা রয়েছে আমাদের। ইউরোপের সেরা আট দলের মধ্যে আমরা রয়েছি। সেটা উপভোগ করতেই হবে।”
অন্য ম্যাচে, পোর্তোর বিরুদ্ধে ১-১ ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে জিতে কোয়ার্টার ফাইনালে গিয়েছে আর্সেনাল। এ দিকে, নাপোলি বিদায় নেওয়ায় ফিফা ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল জুভেন্টাস। পরের বার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ হবে। ২১তম দল হিসাবে যোগ্যতা অর্জন করেছে জুভেন্টাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy