আগামী ১৬ এপ্রিল পঞ্জাবের বিরুদ্ধে সন্তোষ ট্রফি অভিযান শুরু হচ্ছে বাংলার। তার আগে সোমবার ২০ জনের দল ঘোষণা করে দিল তারা। ৯ জন ফুটবলার রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। বাংলার পক্ষে বড় খবর, এটিকে মোহনবাগান থেকে ফারদিন আলি মোল্লাকে পেয়ে গিয়েছে তারা।
সন্তোষ ট্রফির মূলপর্বে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলা। তাদের সঙ্গে গ্রুপে আয়োজক কেরল ছাড়াও রয়েছে মেঘালয়, পঞ্জাব এবং রাজস্থান। দু’টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল ফাইনালে উঠবে। প্রতিযোগিতায় ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা, যা রেকর্ড। তবে শেষ বার তাদের ঘরে সন্তোষ ট্রফি ঢুকেছে ২০১৬-১৭ মরসুমে। বাংলার পরের ম্যাচগুলি হল: কেরল (১৮ এপ্রিল), মেঘালয় (২২ এপ্রিল) এবং রাজস্থান (২৩ এপ্রিল)।