Advertisement
E-Paper

একই দিনে হার ব্রাজিল, আর্জেন্টিনার, একাই পাঁচ গোল হালান্ডের, পর্তুগালের জয়ে নজির রোনাল্ডোর

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একই দিনে হেরে গেল ব্রাজিল, আর্জেন্টিনা। এক ম্যাচেই পাঁচটি গোল করেছেন আর্লিং হালান্ড। জিতেছে পর্তুগালও। সেই ম্যাচে নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৩
football

পাঁচ গোলের পর হালান্ড। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একই দিনে হেরে গেল ব্রাজিল, আর্জেন্টিনা। দুই দলই হেরেছে বিপক্ষের মাঠে। বলিভিয়ার কাছে ০-১ গোলে হেরেছে ব্রাজিল। অন্য দিকে, ইকুয়েডরের কাছে একই ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে খেলেননি লিয়োনেল মেসি। ইউরোপে এক ম্যাচেই পাঁচটি গোল করেছেন আর্লিং হালান্ড। নরওয়ে বড় ব্যবধানে হারিয়েছে মলডোভাকে। জিতেছে পর্তুগালও। সেই ম্যাচে নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বলিভিয়ার লা পাজ়‌ে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়ে সব দলই। সেই একই সমস্যায় পড়েছে ব্রাজিলও। কার্লো আনচেলোত্তির দল গোটা ম্যাচে সে ভাবে সুযোগই তৈরি করতে পারেনি। ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল মিগুয়েল তেরসেরোসের। জয়ের ফলে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করে প্লে-অফে খেলার সুযোগ পেল বলিভিয়া। ছ’টি দেশের মধ্যে হওয়া প্লে-অফ থেকে দু’টি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। হারের ফলে পয়েন্ট তালিকায় এক ধাক্কায় দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে ব্রাজিল।

যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের হয়ে একমাত্র গোল এনার ভ্যালেন্সিয়ার। প্রথমার্ধের সংযুক্তি সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস ট্যাগলিয়াফিকো ইকুয়েডরের ফুটবলারের মুখে আঘাত করেন। পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। গোটা ম্যাচেই দাপট ছিল ইকুয়েডরের। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস একাধিক নিশ্চিত গোল না বাঁচালে আরও বড় ব্যবধানে হারত আর্জেন্টিনা। প্রথমার্ধে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোজেস কাইসিডোও লাল কার্ড দেখেন।

অন্যান্য ম্যাচে, কলম্বিয়া ৬-৩ গোলে হারিয়েছে ভেনেজ়ুয়েলাকে। চার গোল করেছেন লুইস দিয়াজ়‌। চিলি-উরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। প্যারাগুয়ে ১-০ হারিয়েছে পেরুকে। পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। এর পর যথাক্রমে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া। ভেনেজুয়েলা, পেরু এবং চিলি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

হালান্ডের পাঁচ গোল

মলডোভার বিরুদ্ধে খেলতে নামার আগে বাসের দরজায় ধাক্কা খেয়ে চোট পেয়েছিলেন হালান্ড। মাথায় তিনটি সেলাই করতে হয়েছিল। সেই অবস্থাতেই মলডোভার বিরুদ্ধে খেলে পাঁচটি গোল করলেন তিনি। সেলাইয়ের পর সমাজমাধ্যমে ছবি দিয়ে মজা করে লিখেছিলেন, ‘আমাকে দেখতে বেশ ভালই লাগছে।’ মাঠে হালান্ডের ভয়ঙ্কর রূপ দেখা গেল। বিরতির আগেই হ্যাটট্রিক করেন। তার পর আরও দু’টি গোল করেন। এ ছাড়া চারটি গোল করেছেন থিলো আসগার্ড। একটি করে গোল ফেলিক্স হোম এবং মার্টিন ওডেগার্ডের। প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই নরওয়ের বৃহত্তম জয়। পাশাপাশি এ বারের ইউরোপীয় যোগ্যতা অর্জন পর্বেও এটি কোনও দেশের বৃহত্তম জয়।

রোনাল্ডোর নজির

৪০ বছর বয়সেও নজির গড়ে চলেছেন রোনাল্ডো। মঙ্গলবার পর্তুগাল ৩-২ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। সেই ম্যাচে একটি গোল রোনাল্ডোর। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এই নিয়ে ৩৯টি গোল হল তাঁর। গুয়াতেমালার কার্লোস রুইজ়‌ের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে তিনি। মেসির রয়েছে ৩৬টি গোল। পর্তুগালের হয়ে বাকি দু’টি গোল করেছেন জোয়াও ক্যানসেলো এবং বের্নার্দো সিলভা।

FIFA World Cup Qualifier Erling Haaland Cristiano Ronaldo Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy