বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলের গোলরক্ষক ফ্যাবিয়ো। ৪৪ বছরের খেলোয়াড় ভেঙে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক পিটার শিলটনের নজির। ফ্লুমিনেন্সের গোলরক্ষক সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েছেন।
মঙ্গলবার ফুটবলজীবনের ১৩৯১তম ম্যাচ খেলতে নেমেছিলেন ফ্যাবিয়ো। পুরুষদের ফুটবলে একগুলো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার নজির বিশ্বে আর কারও নেই। শিলটনের নিজের হিসাব অনুযায়ী ১৩৮৭টা ম্যাচ তিনি খেলেছিলেন। যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর ম্যাচের সংখ্যা ১৩৯০ রয়েছে। ১৯৯৭ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় ফ্যাবিয়োর। সে বছরই অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক।
নজির গড়ার এই ম্যাচে গোল হজম করতে হয়নি তাঁকে। তাঁর দল ফ্লুমিনেন্স মারাকানা স্টেডিয়ামে ২-০ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়ার আমেরিকা ডি ক্যালিকে। ফ্যাবিয়োর নজির গড়ার দাবি অবশ্য করেছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। ফিফা এখনও সরকারি ভাবে তাঁর নজির নিশ্চিত করেনি। এ বার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে তোলার নেপথ্যেও ফ্যাবিয়োর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ব্রাজিলের বাইরে কখনও খেলতে যাননি ফ্যাবিয়ো। নজির গড়ে উচ্ছ্বসিত গোলরক্ষক বলেছেন ‘‘অনেক সময় আমরা এই ধরনের নজিরের গুরুত্ব বুঝতে পারি না। কিন্তু দীর্ঘ দিন টিকে থাকা একটা রেকর্ড ভাঙা গুরুত্বপূর্ণ অর্জন।’’ ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘‘এমন পেশাদারিত্ব নিয়ে আর কেউ ওর মতো এত ম্যাচ খেলতে পারেনি।’’ ফ্যাবিয়োর নজিরে উচ্ছ্বাসে ভেসেছেন সমর্থকেরাও। তাঁরা চিৎকার করে বলতে থাকেন, ‘ফ্যাবিয়োই ব্রাজিলের সেরা গোলরক্ষক।’’
আরও পড়ুন:
ফ্যাবিয়ো ব্রাজিলের ক্লাব ক্রুজ়েইরোর হয়ে খেলেছেন ৯৭৬টা ম্যাচ। ফ্লুমিনেন্সের হয়ে খেলেছেন এখনও পর্যন্ত ২৩৫টা ম্যাচ। এ ছাড়া ইউনিয়াও বান্দেইরান্টের হয়ে ৩০টা এবং ভাস্কো দা গামার হয়ে ১৫০টা ম্যাচ খেলেছেন।